
নিউজ ডেস্ক : গোপালগঞ্জ শহরের মৌলভীপাড়ায় ঘরের আড়ার সঙ্গে ওড়না পেঁচিয়ে গলায় ফাঁস দিয়ে একসাথে আত্মহত্যা করেছে দুই স্কুলছাত্রী। শনিবার (১৮ মার্চ) সন্ধ্যায় এ ঘটনা ঘটে। পরিবার সূত্রে জানা যায়, বিকেল সাড়ে ৩ টার দিকে তারা দু’জন এক সঙ্গে স্কুল থেকে বাসায় ফেরে। তারপর তারা রুমের মধ্যে গিয়ে দরজা বন্ধ করে দেয়। সন্ধ্যা তাদের প্রাইভেট শিক্ষক পড়াতে এসে দরজা বন্ধ দেখতে পান। অনেক ডাকাডাকি করেও কোনো সাড়া না পেয়ে পরিবারের লোকজন দরজা ভেঙে ভেতরে ঢুকে তাদের ঝুলন্ত মরদেহ দেখতে পায়।
নিহতরা হলো- নড়াইল জেলার নড়াগাতি থানার মঙ্গলপুর গ্রামের শহিদুল জামান মল্লিকের মেয়ে চৈত্রী আফরিন তমা (১৫) ও গোপালগঞ্জ সদর উপজেলার চর বরফা গ্রামের জাকির মোল্লার মেয়ে জাকিয়া সুলাতানা শ্রাবনী (১৪)। তারা শহরের উচ্চ বালিকা বিদ্যালয়ের নবম ও অষ্টম শ্রেণির ছাত্রী। তমা সম্পর্কে শ্রাবনীর খালা। তারা দু’জন একই সঙ্গ স্কুলে যাতায়াত করতো। সন্ধ্যায় খবর পেয়ে পুলিশ তাদের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গোপালগঞ্জ সদর হাসপাতাল মর্গে পাঠিয়েছে। গোপালগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সেলিম রেজা বলেন, তারা কেন আত্মহত্যা করেছে তা খতিয়ে দেখা হচ্ছে।