News71.com
 Bangladesh
 18 Mar 17, 08:16 PM
 210           
 0
 18 Mar 17, 08:16 PM

যশোরে জঙ্গি সন্দেহে নারীসহ আটক ৪।।  

যশোরে জঙ্গি সন্দেহে নারীসহ আটক ৪।।     

 

নিউজ ডেস্কঃ জঙ্গি সন্দেহে যশোরে ৪ নারী-পুরুষকে আটক করেছে পুলিশ। আজ শনিবার বিকালে শহরের শংকরপুর পশু হাসপাতাল সংলগ্ন ১ টি বাড়িতে অভিযান চালিয়ে এদের আটক করা হয়। এসময় সেখান থেকে ১৩টি ‘জিহাদি বই’ ও ৬ টি ওয়াজের ডিক্স উদ্ধার হয়। আটককৃতরা হলেন- গৃহকর্ত্রী মাইশা বিলকিস (৪২), তার বোন শহরের রায়পাড়ার হাসান আল মামুনের স্ত্রী নুসরাত পারভিন (৩৫), খুলনা কয়রার কাকমার চরের রবিউল ইসলাম ও যশোরের মনিরামপুরের মদনপুর গ্রামের আফজাল হোসেন (৫৫)।

যশোর কোতোয়ালি মডেল থানার পরিদর্শক (তদন্ত) আবুল বাশার জানান, ওই বাড়ির মালিক যশোর সদরের রুদ্রপুর মুক্তিযোদ্ধা কলেজের ইসলামী শিক্ষার শিক্ষক তৈয়বুর রহমান ২ দিন আগে চাঁপাইনবাবগঞ্জে আটক হয়েছেন। সেখানকার আইনশৃঙ্খলা বাহিনীর জিজ্ঞাসাবাদের পর তার দেয়া তথ্য অনুযায়ী এই বাড়িতে অভিযান চালানো হয়।

তবে তৈয়বুরের স্ত্রী আটক বিলকিস দাবি করেন, তিনি বা তার পরিবারের কেউ জঙ্গিবাদের সঙ্গে সম্পৃক্ত না।শিক্ষকতার পাশাপশি তার স্বামী দেশের বিভিন্ন স্থানে মাহফিলে ওয়াজ করেন। প্রতিবেশিদের কাছ থেকে জানা যায়, সম্প্রতি নির্মিত শংকরপুরের এই বাড়িতে নিয়মিত বিভিন্ন মানুষ আসা-যাওয়া করতেন। সেখানে ইসলামি তালিম বসতো বলে  শুনেছেন।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন