News71.com
 Bangladesh
 18 Mar 17, 07:50 PM
 222           
 0
 18 Mar 17, 07:50 PM

রাজধানীতে পৃথক অভিযানে ডাকাতি ও দস্যুতার চেষ্টা কালে গ্রেফতার ৭.....

রাজধানীতে পৃথক অভিযানে ডাকাতি ও দস্যুতার চেষ্টা কালে গ্রেফতার ৭.....

 

নিউজ ডেস্কঃ রাজধানীতে পুলিশের পৃথক অভিযানে ডাকাতি ও দস্যুতার চেষ্টাকালে ৭ জনকে গ্রেফতার হয়েছে। গত শুক্রবার রাত থেকে গতকাল আজ শনিবার ভোর পর্যন্ত রাজধানীর কোতয়ালী, তেজগাঁও ও শিল্পাঞ্চল থানায় এ অভিযান পরিচালনা করা হয়। ডিএমপি সূত্র জানিয়েছে, কোতয়ালী থানার জেলা প্রসাশকের লঞ্চঘাট এলাকা থেকে আজ শনিবার ভোরে মিরাজ (২৪) ও খোকনকে (২৫) ২টি ছোরাসহ দস্যুতার অভিযোগে গ্রেফতার করা হয়। এদিকে তেজগাঁও থানা পুলিশ গতকাল শুক্রবার রাত সাড়ে ১১ টার দিকে ফার্মগেইট এলাকা হতে ৩টি চাকুসহ রাব্বী (১৯), সানি (২৪) ও রুবেলকে (১৮) আটক করা হয়।

অপর দিকে ডাকাতির চেষ্টাকালে ২ জনকে গ্রেফতার করেছে শিল্পাঞ্চল থানা পুলিশ। গ্রেফতারকৃত এ ২জন হলেন- বারেক(৩০) ও আনোয়ার (৩২)। এ সময় তাদের হেফাজত হতে ডাকাতি কাজে ব্যবহৃত ১টি প্রাইভেটকার, ১টি চাপাতি, ২টি ছোরা, ২টি রামদা, ১টি শাবল উদ্ধার করে। এর বাইরে আজ শনিবার ভোরে তেজগাঁও শিল্পাঞ্চল থানাধীন গুলশান লিংক রোডে কল্লোলের মোড় নামক স্থানে ডাকাতি চেষ্টাকালে দুই ডাকাতকে গ্রেফতার করে থানা পুলিশ। তবে ডাকাতদের অন্য সঙ্গিরা পালিয়ে গিয়েছে। পলাতক ডাকাতদের গ্রেফতারে অভিযান চালানো হচ্ছে বলে সূত্র জানিয়েছে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন