News71.com
 Bangladesh
 18 Mar 17, 06:27 PM
 214           
 0
 18 Mar 17, 06:27 PM

দরিদ্রদের আবাসন নিশ্চিত করার আহবান জানালেন জ্যেষ্ঠ আইনজীবী ড. কামাল

দরিদ্রদের আবাসন নিশ্চিত করার আহবান জানালেন জ্যেষ্ঠ আইনজীবী ড. কামাল

নিউজ ডেস্ক : দরিদ্র জনগোষ্ঠীর আবাসন নিশ্চিত করতে হবে। সংবিধান অনুযায়ী দেশের কোনো নাগরকিকে উচ্ছেদ করা যায় না। পুনর্বাসন না করে এ নগরী থেকে কাউকে উচ্ছেদ করা যায় না। শহরে বস্তিবাসীদের আবাসনের ওপর আয়োজিত একটি জাতীয় সম্মেলনের আলোচনায় বক্তারা এসব কথা বলেন।

শনিবার (১৮ মার্চ) সকালে রাজধানীর ব্র্যাক ইন সেন্টারে বেসরকারি সংস্থা ব্লাস্টের উদ্যোগে ‘সমতার শহর নির্মাণ: আবাসন এবং জীবিকার অধিকারের সুরক্ষা’ শীর্ষক দিনব্যাপী সম্মেলন এ অনুষ্ঠিত হয়।

জ্যেষ্ঠ আইনজীবী ড. কামাল হোসেন বলেন, স্বাধীনতার এতোদিন পর এসেও আমরা দরিদ্রদের জন্যে নিরাপদ বাসস্থানের ব্যবস্থা করতে পারিনি। এখানে এক বৈষম্য বিস্তার করছে। বৈষম্য দূর করে সবার জন্য নিরাপদ জীবিকা এবং বাসস্থানের ব্যবস্থা করতে সরকারের দৃষ্টি আকর্ষণ করেন তিনি।

অন্যানের মধ্যে বক্তব্য রাখেন- আইনজীবী সারা হোসাইন, স্থপতি সালমা এ শাফি, কামাল উদ্দিন, নগর দরিদ্র বস্তিবাসী উন্নয়ন সংস্থার সাধারণ সম্পাদক ফাতেমা আক্তার, জাতিসংঘ উন্নয়ন কর্মসূচি’র (ইউএনডিপি) নগর প্রকল্প বিশেষজ্ঞ আশেকুর রহমান, আইনজীবী খুরশিদ আলম খান, তথ্য কমিশনার নেপাল চন্দ্র সরকার প্রমুখ।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন