News71.com
 Bangladesh
 18 Mar 17, 05:53 PM
 212           
 0
 18 Mar 17, 05:53 PM

বাজারে আগুন-বিপর্যস্ত জনজীবন শীর্ষক পোস্টার সাটল বিএনপি....

বাজারে আগুন-বিপর্যস্ত জনজীবন শীর্ষক পোস্টার সাটল বিএনপি....

নিউজ ডেস্কঃ বাজারে আগুন,বিপর্যস্ত জনজীবন’ শীর্ষক পোস্টার সাটিয়েছে বরিশাল বিএনপি। আজ শনিবার বেলা ১২টার দিকে বিএনপির কেন্দ্রীয় কমিটির যুগ্ম মহাসচিব ও বরিশাল মহানগর বিএনপির সভাপতি সাবেক মেয়র অ্যাডভোকেট মজিবর রহমান সরোয়ার নগরীর সদর রোডের দলীয় কার্যালয় এবং সংলগ্ন এলাকায় পোস্টার সাটিয়ে এই কার্যক্রমের উদ্ধোধন করেন।

এ সময় মহানগর বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক জিয়াউদ্দিন শিকদার জিয়া, যুগ্ম সাধারণ সম্পাদক সৈয়দ আকবর হোসেন, যুবদল নেতা কামরুল হাসান রতন, মো. আলাউদ্দিন, সাজ্জাদ হোসেন, জেলা ছাত্রদলের আহ্বায়ক মাসুদ হাসান মামুন এবং মহিলা দল নেত্রী সিটি করপোরেশনের প্যানেল মেয়র তাছলিমা কালাম পলিসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।

মহানগর বিএনপি’র ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক জিয়াউদ্দিন শিকদার জিয়া জানান, বাজারে আগুন, বিপর্যস্ত জনজীবন’ শীর্ষক পোস্টারে বিগত বিএনপি সরকারের সময়কালের নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্য এবং বর্তমান সরকারের আমলের দ্রব্যমূল্যের চিত্র তুলে ধরা হয়েছে। গত কয়েক বছরে চাল, ডাল, লবন, ভোজ্য তেল, খাসির মাংস সহ বিভিন্ন নিত্য পন্যের মূল্য একশ’ থেকে দেড়শ’ গুণ বেড়েছে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন