News71.com
 Bangladesh
 18 Mar 17, 04:56 PM
 236           
 0
 18 Mar 17, 04:56 PM

জঙ্গিবাদের মাধ্যমে কখনও দেশের উন্নয়ন হতে পারে না ।। ফারুক খান এমপি

জঙ্গিবাদের মাধ্যমে কখনও দেশের উন্নয়ন হতে পারে না ।। ফারুক খান এমপি

নিউজ ডেস্কঃ জঙ্গিবাদের মাধ্যমে কখনও দেশের উন্নয়ণ হতে পারে না। জঙ্গিবাদ সৃষ্টির মাধ্যমে দেশকে পিছিয়ে দেওয়া যায়, বোমা মেরে মানুষ হত্যা করা যায়, দেশের সম্পদ নষ্ট করা যায়। তাই আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পাশাপাশি সবাইকে মিলে জঙ্গিবাদের উত্থান প্রতিহত করবে হবে। আজ শনিবার দুপুরে গোপালগঞ্জের মুকসুদপরে কুমার নদ খনন প্রকল্পের উদ্বোধন উপলক্ষে কুমার নদের পাড়ে আয়োজিত জনসভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য লে. কর্নেল (অব.) ফারুক খান এমপি।

ফারুক খান বলেন,বর্তমান সরকার নদ-নদী, খাল-বিল খানন, রাস্তা-ঘাট, ব্রিজ-কালভার্ট, স্কুল-কলেজসহ দেশের ব্যাপক উন্নয়নে কাজ করছে। এ বছরের উন্নয়নমূলক কাজের ফলে গত ৮ বছরে দেশের দারিদ্র্যের হার ৪০ শতাংশ কমেছে। ২০২১ সালের মধ্যে দারিদ্র্যের হার আমরা ৮ শতাংশে নামিয়ে আনতে সক্ষম হব।

মুকসুদপুর উপজেলা আওয়ামী লীগ সভাপতি অ্যাডভোকেট আতিকুর রহমান মিয়ার সভাপতিত্বে সমাবেশে অন্যদের মধ্যে পানি উন্নয়ন বোর্ড ফরিদপুর অঞ্চলের তত্ত্বাবধায়ক প্রকৌশলী আব্দুল হেকিম, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রবিউল আলম শিকদার, সিনিয়র সহসভাপতি আশরাফ আলী আশু, মুকসুদপুর উপজেলা চেয়ারম্যান আশ্রাফুল আলম শিমুল, মুকসুদপুর পৌর মেয়র সাজ্জাদ করিম মন্টু, গোপালগঞ্জ পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মো. মাইনউদ্দিন প্রমুখ বক্তব্য দেন। প্রসঙ্গত,গোপালগঞ্জ পানি উন্নয়ন বোর্ড মুকসুদপুর উপজেলার মরা কুমার নদের গোপালগঞ্জ অংশ বলুগ্রাম থেকে বনগ্রাম পর্যন্ত ২৮ কিলোমিটার খাল খনন করা হবে। এতে সরকারের ব্যয় হবে ২২ কোটি টাকা।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন