News71.com
 Bangladesh
 18 Mar 17, 04:54 PM
 234           
 0
 18 Mar 17, 04:54 PM

চাঁপাইনবাবগঞ্জে ৩ পিস্তল ও গুলিসহ অস্ত্র ব্যবসায়ী ইউসুফ আটক।।

চাঁপাইনবাবগঞ্জে ৩ পিস্তল ও গুলিসহ অস্ত্র ব্যবসায়ী ইউসুফ আটক।।

নিউজ ডেস্কঃ চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার পাঁকা ইউনিয়নের বোগলাউড়ি এলাকা থেকে ৩টি বিদেশী পিস্তল,৬টি ম্যাগজিন ও পনের রাউন্ড গুলিসহ ইউসুফ আলী (২০) নামে এক অস্ত্র ব্যবসায়ীকে আটক করেছে শিবগঞ্জ থানা পুলিশ। আটককৃত ইউসুফ আলী শিবগঞ্জ উপজেলার পাঁকা ইউনিয়নের বোগলাউড়ি গ্রামের একবুল হকের ছেলে। রাতে তাকে আটক করা হয়।

শিবগঞ্জ থানার অফিসার ইনচার্জ রমজান আলী জানান, অস্ত্র কেনা বেঁচা হচ্ছে এমন গোপন সংবাদের ভিত্তিতে রাত সাড়ে ৭টার দিকে পুলিশের একটি টহল দল বোগলাউড়ি এলাকার একটি ভূট্টা ক্ষেতে অভিযান চালায়। এসময় ৩টি বিদেশী পিস্তল,৬টি ম্যাগজিন ও পনের রাউন্ড গুলিসহ অস্ত্র ব্যবসায়ী ইউসুফ আলীকে আটক করা হয়। এব্যাপারে শিবগঞ্জ থানায় অস্ত্র আইনে একটি মামলা দায়ের করা হয়েছে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন