News71.com
 Bangladesh
 18 Mar 17, 02:33 PM
 222           
 0
 18 Mar 17, 02:33 PM

চট্টগ্রামে জঙ্গিবিরোধী ‘ব্লক রেইড’ অভিযান শুরু করেছে মহানগর পুলিশ

চট্টগ্রামে জঙ্গিবিরোধী ‘ব্লক রেইড’ অভিযান শুরু করেছে মহানগর পুলিশ

নিউজ ডেস্ক : চট্টগ্রাম মহানগরীর বিভিন্ন এলাকা টার্গেট করে জঙ্গিবিরোধী ‘ব্লক রেইড’ অভিযান শুরু করেছে মহানগর পুলিশ। গতকাল শুক্রবার (১৭ মার্চ) সন্ধ্যায় নগরীর হালিশহর এলাকায় এই অভিযান পরিচালনা করে জামায়াত নেতা মাসুদ পারভেজসহ তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে।

হালিশহর থানার অফিসার ইনচার্জ (ওসি) মাহফুজুর রহমান জানান, ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে নগরীর বিভিন্ন এলাকায় জঙ্গিবিরোধী বিশেষ অভিযান পরিচালনা করা হচ্ছে। শুক্রবার সন্ধ্যা ৬ টা থেকে ৭ টা পর্যন্ত হালিশহর ছোট পুল এলাকায় ব্লক রেইড চালিয়ে মাসুদ পারভেজ নামে এক জামায়াত নেতা এবং পরোয়ানাভুক্ত দুই আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। এসময় জামায়াত নেতার হেফাজতে থাকা সাংগঠনিক বই ও উসকানিমূলক লিফলেটও উদ্ধার করা হয়েছে। চলমান এই অভিযান অব্যাহত থাকবে বলে পুলিশ জানিয়েছে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন