News71.com
 Bangladesh
 18 Mar 17, 02:11 PM
 212           
 0
 18 Mar 17, 02:11 PM

কক্সবাজারের পেকুয়ায় ট্রাকচাপায় ১ স্কুলছাত্র নিহত

কক্সবাজারের পেকুয়ায় ট্রাকচাপায় ১ স্কুলছাত্র নিহত

নিউজ ডেস্কঃ কক্সবাজারের পেকুয়ায় ট্রাকচাপায় সাইফুল ইসলাম (১৩) নামের ১ স্কুলছাত্র নিহত হয়েছে। এ সময় সহপাঠীসহ উত্তেজিত জনতা সড়ক অবরোধ করে ঘাতক ট্রাকটিতে আগুন ধরিয়ে দিলে তা ভস্মীভূত হয়। খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে গেলে জনতা তাদেরকে ধাওয়া করে। পরে ঘটনার সুষ্ঠু বিচারের আশ্বাস দেওয়া হলে উত্তেজিত জনতা প্রায় ২  ঘণ্টা পর অবরোধ তুলে নেয়। এতে বানিয়ারছড়া-বরইতলী-পেকুয়া-মগনামা সড়কে যানবাহন চলাচল স্বাভাবিক হয়। আজ শনিবার সকাল সাড়ে ৮টার দিকে উপজেলার মগনামা ইউনিয়নের বাইম্যাঘোনা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত স্কুলছাত্র সাইফুল ইসলাম একই ইউনিয়নের মটকাভাংগা এলাকার শফিউল আলমের ছেলে। সে মগনামা জাগরণ আদর্শ স্কুলের অষ্টম শ্রেণির ছাত্র।

প্রত্যক্ষদর্শীরা জানায়, সকালে সাইকেল চালিয়ে স্কুলে যাচ্ছিল সাইফুল। এ সময় দ্রুতগতির একটি ট্রাক (মুন্সিগঞ্জ-ট ১১-০০০১) সাইফুলকে ধাক্কা দিলে ঘটনাস্থলে মারা যায় সে। এ সময় ঘাতক ট্রাকটি পালিয়ে যাওয়ার চেষ্টা করলে স্থানীয়রা ধাওয়া দিয়ে ট্রাকটি আটক করে তাতে আগুন ধরিয়ে দেয়। পরে পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে গেলে উত্তেজিত জনতা তাদেরকে ধাওয়া করে। পরে অতিরিক্ত পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। তবে তার আগেই ট্রাকটি পুড়ে যায়। পেকুয়া থানার ওসি জিয়া মো. মোস্তাফিজ ভূঁইয়া জানান, এ ঘটনায় ট্রাকচালক নাছির উদ্দিনকে আটক করা হয়েছে। এ ব্যাপারে আইনি ব্যবস্থা নেওয়া হবে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন