
নিউজ ডেস্কঃ ফেনীতে মাদকসেবীদের সঙ্গে পুলিশের গুলি বিনিময়ের ঘটনায় ৬ পুলিশ সদস্য আহত ও ১ মাদক ব্যবসায়ী গুলিবিদ্ধ হয়েছেন। গুলিবিদ্ধ মাদকসেবীকে উপজেলা স্বাস্থ কমপ্লেক্সে ভর্তি করা হয়। শনিবার ভোরে জেলার সোনাগাজী উপজেলার চাইদকান্দি এলাকায় শনিবার ভোরে এ ঘটনা ঘটে।
সোনাগাজী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হুমায়ুন কবীর বিষয়টি নিশ্চিত করে বলেন, গোপন সংবাদের ভিত্তিতে আজ শনিবার ভোরে পুলিশ মাদকসেবীদের আস্তানায় অভিযান চালায়। এ সময় পুলিশকে লক্ষ্য করে বোমা ছুঁড়লে ১ এসআইসহ ৬ পুলিশ সদস্য আহত হয়। আত্মরক্ষার্থে পুলিশ পাল্টা গুলি ছোঁড়ে। পরে ঘটনাস্থল থেকে কুখ্যাত মাদকসেবী ফকির আহমেদকে গুলিবিদ্ধ অবস্থায় উদ্ধার করা হয়। প্রাথমিক চিকিৎসার পর তাকে ফেনীর সদর হাসপাতালে উন্নত চিকিৎসার জন্য পাঠানো হয়। আর আহত পুলিশ সদস্যদের সোনাগাজী উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হয়। ’তিনি আরও বলেন,ঘটনাস্থল থেকে ৮০০পিস ইয়াবা,৭ কেজি গাজা এবং ৯০০ গ্রাম হেরোইন ও বেশকিছু দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়েছে।