
নিউজ ডেস্কঃ রাজধানী খিলগাঁওয়ে র্যারবের চেকপোস্টে হামলা চেষ্টাকারীর দেহে বিস্ফোরক রয়েছে। তা নিষ্ক্রিয় করতে ঘটনাস্থলে বোম ডিসপোজাল ইউনিট কাজ করছে। র্যাব -৩-এর সিও লেফটেন্যান্ট কর্নেল তুহিন মোহাম্মদ মাসুদ গণমাধ্যমকে একথা জানিয়েছেন। তিনি বলেন, ‘হামলাকারীর বডির সঙ্গে বিস্ফোরক রয়েছে। তা নিষ্ক্রিয় করার চেষ্টা চলছে। আমাদের বোম ডিসপোজাল টিম কাজ করছে।
আজ শনিবার ভোররাত সাড়ে ৪টার দিকে খিলগাঁওয়ের শেখের জায়গা এলাকায় র্যা বের চেকপোস্টে অজ্ঞাত পরিচিত দুর্বৃত্ত হামলার চেষ্টা চালিয়েয়েছে। বিস্ফোরকসহ মোটরসাইকেলে করে ১ দুর্বৃত্ত চেকপোস্টে প্রবেশের চেষ্টা করলে র্যারব সদস্যরা তাকে লক্ষ্য করে গুলি করে। এতে ওই দুর্বৃত্ত গুরুতর আহত হয় এবং ঘটনাস্থলেই সে মারা যায়। এ ঘটনায় ২ র্যা ব সদস্যও আহত হয়েছেন। তাদের মুগদা হাসপাতালে ভর্তি করা হয়েছে।
উভয়পক্ষের মধ্যে গুলি বিনিময়ের একপর্যায়ে ডাকাত সদস্যরা পিছু হটে পালিয়ে যায়। পরে ঘটনাস্থলে জহিরুলের গুলিবিদ্ধ মরদেহ পাওয়া যায়। এ ঘটনায় কসবা থানার উপপরিদর্শক (এসআই) মনিরুল ইসলাম ও দুই কনস্টেবল আহত হয়েছেন। তাদের কসবা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হচ্ছে। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জেলা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে বলেও জানান ওসি।