News71.com
 Bangladesh
 18 Mar 17, 12:53 AM
 281           
 0
 18 Mar 17, 12:53 AM

সীতাকুন্ডের আমিরাবাদ থেকে আটক দুই জঙ্গি ২টি মামলায় ১২ দিনের রিমান্ডে....

সীতাকুন্ডের আমিরাবাদ থেকে আটক দুই জঙ্গি ২টি মামলায় ১২ দিনের রিমান্ডে....

 

নিউজ ডেস্ক : চট্টগ্রামের সীতাকুন্ডের আমিরাবাদে ‘সাধনকুটির’ বাড়ির ঘটনায় দায়ের করা দুটি মামলায় দুই জঙ্গিকে সন্ত্রাস দমন আইন মামলায় সাত দিন এবং অস্ত্র আইন মামলায় পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। গতকাল শুক্রবার (১৭ মার্চ) রাত ১০টায় চট্টগ্রাম জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট হাসান মোহাম্মদ রেজার আদালত এই রিমান্ড মঞ্জুর করেন। এর আগে অতিরিক্ত পুলিশ কমিশনার রেজাউর রহমান রেজা জানান, জঙ্গিদের প্রত্যেক মামলায় জিজ্ঞাসাবাদের জন্য ১৫ দিন করে রিমান্ড চেয়ে আদালতে পাঠানো হয়েছে। এর বিপরীতে সাত দিন ও পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করা হয়। বিষয়টি নিশ্চিত করেন আদালত পরিদর্শক এ এইচএম মশিউর রহমান।

আটক দুই জঙ্গি প্রাথমিকভাবে নিজেদের নাম জসিম ও আরজিনা বলে জানিয়েছে। তাদের সঙ্গে থাকা একটি শিশুকে নিজেদের সন্তান দাবি করে তারা। আদালতে তোলা হলে শিশুটিকে পুলিশের হেফাজতে রাখার নির্দেশ দেওয়া হয়। রিমান্ড শেষে তার বিষয়ে পরবর্তী নির্দেশনা দেওয়া হবে বলেও জানানো হয় আদালতে। চট্টগ্রামের সীতাকুন্ডে প্রেমতলা ও আমিরাবাদ এলাকায় দুটি বাড়িতে জঙ্গি আস্তানার ঘটনায় শুক্রবার (১৭ মার্চ) সীতাকুন্ড থানায় পুলিশ বাদী হয়ে চারটি মামলা দায়ের করে। প্রেমতলার ‘ছায়ানীড়’ নামের বাড়িতে জঙ্গি আস্তানার দ্বিতীয় ঘটনায় সন্ত্রাসবিরোধী আইন, হত্যা ও পুলিশের ওপর হামলা আইনে দুটি মামলা হয়েছে।

প্রসঙ্গত, বুধবার (১৫ মার্চ) সন্ধ্যার পর ‘সাধনকুটির’ বাড়ি থেকে জসিম ও আরজিনাকে আটক করে পুলিশ। উদ্ধার করা হয় বিপুল পরিমাণ অস্ত্র। আরজিনার গায়ে তখন আত্মঘাতী হামলার ভেস্ট ছিল। পরে সীতাকুন্ডের প্রেমতলায় ঢাকার কাউন্টার টেরোরিজম ইউনিটের সোয়াত টিমের নেতৃত্বে শুরু হয় ‘অপারেশন অ্যাসল্ট সিক্সটিন’। এতে নব্য জেএমবির এক নারীসহ তিন পুরুষ জঙ্গি নিহত হয়। সেখান থেকে পরে এক শিশুর মৃতদেহও উদ্ধার করা হয়। সেখানেও প্রচুর বিস্ফোরক দ্রব্য পাওয়া গেছে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন