
নিউজ ডেস্কঃ বাংলাদেশের রাজধানী ঢাকায় র্যাবের একটি অস্থায়ী ক্যাম্পে আত্মঘাতী বোমা বিস্ফোরণের দায় স্বীকার করেছে তথাকথিত ইসলামিক স্টেট গোষ্ঠি। সংবাদ মাধ্যম আমাক-এ জানানো হয়েছে ঢাকায় র্যাব বাহিনীর একটি সামরিক ক্যাম্প লক্ষ্য করে একজন আত্মঘাতী বোমা হামলাকারী আক্রমণ চালিয়েছে।
বাংলাদেশের সংবাদ মাধ্যম গুলোর খবরে বলা হয় আজ শুক্রবার জুমার নামাজের সময় বাংলাদেশের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী র্যা বের একটি অস্থায়ী শিবির লক্ষ্য করে বোমা হামলা চালানো হয়, যে হামলায় দুজন র্যা ব সদস্য আহত হয়েছে। একজন যুবকের নিহত হবার খবরও সংবাদ মাধ্যমগুলোতে জানানো হয়েছে। আমাক মেসেজিং অ্যাপ টেলিগ্রামের মাধ্যমে এই হামলার ঘটনার দায়িত্ব স্বীকার করেছে।