
নিউজ ডেস্কঃ গাংনী শহরের কলেজপাড়া এলাকার সেই হাফিজুর রহমান হাফি (৫০) আবারো ইয়াবাসহ পুলিশের হাতে গ্রেফতার হয়েছে। হাফিজুর রহমান গাংনী সরকারী ডিগ্রী কলেজপাড়া এলাকার মৃত হারেজ উদ্দীনের ছেলে। এনিয়ে মাদক সম্রাট হাফিজুর রহমান ফেনসিডিল, গাঁজা, ইয়াবা, হেরোইনসহ শতাধিকবার গ্রেফতার হয়ে সেঞ্চুরি করার রেকর্ড সৃষ্টি করলেন। গতকাল শুক্রবার (১৭ মার্চ) দুপুরের দিকে গাংনী থানার উপপরিদর্শক সুফল কুমার বিশ্বাস, সঙগীয় ফোর্সসহ গাংনী পৌর এলাকায় অভিযান চালিয়ে তাকে ১০ পিচ ইয়াবাসহ গ্রেফতার করেন। গাংনী থানার ওসি আনোয়ার হোসেন তাকে শতাধিকবার গ্রেফতারের কথা নিশ্চিত করেছেন।
এর আগে ভ্রাম্যমান আদালত ৩ বার ১ বছর,২ বছর ও ৬ মাস মেয়াদে কারাদণ্ড দিয়েছিলো হাফিকে। এছাড়া তার স্ত্রী ছেলে ও মেয়েও মাদকসহ গ্রেফতার হয়ে জেল খেটেছেন। তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে অর্ধ শতাধিক মামলা চলছে। বার বার গ্রেফতার হওয়ার পর জেল খাটলেও বের হয়ে এসে আবারো একই পেশায় ফিরে আসে তারা। হাফির বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দিয়ে মেহেরপুর জেল হাজতে প্রেরণকরা হয়েছে বলে জানিয়েছেন ওসি আনোয়ার হোসেন।