News71.com
 Bangladesh
 18 Mar 17, 12:33 AM
 219           
 0
 18 Mar 17, 12:33 AM

নওগাঁর মাকে খুন করে ছেলের আত্মসর্মপণ।। 

নওগাঁর মাকে খুন করে ছেলের আত্মসর্মপণ।। 

 

নিউজ ডেস্কঃ নওগাঁর মান্দায় ছেলে আশরাফুদ্দৌলা ওরফে লাইটের হাতে মা আকলিমা বিবি (৬০) খুন হয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে। আজ শুক্রবার রাত ৯টার দিকে উপজেলার সোনাপুর গ্রামে এ ঘটনা ঘটে। নিহত আকলিমা বিবি ওই গ্রামের মৃত গিয়াস উদ্দিনের স্ত্রী। এ ঘটনার পর ছেলে আশরাফুদ্দৌলা (৪০) থানায় এসে আত্মসমর্পণ করেছেন।

স্থানীয় পরানপুর ইউনিয়নের চেয়ারম্যান ইলিয়াস আলী খান জানান, পারিবারিক বিরোধের জের ধরে মা-ছেলের মধ্যে আজ শুক্রবার দিনভর ঝগড়া-বিবাদ চলে। রাতে খাওয়া-দাওয়া করে আকলিমা বিবি শয়নঘরে ঘুমানোর জন্য যায়। এ সময় ছেলে আশরাফুদ্দৌলা লাইট মায়ের ঘরে ঢুকে লাঠি দিয়ে পিটিয়ে হত্যা করে তার মা আকলিমা বিবিকে। পরে আশরাফুদ্দৌলা নিজেই থানায় এসে পুলিশের কাছে আত্মসমর্পণ করেছেন।

থানার অফিসার ইনচার্জ (ওসি) আনিছুর রহমান জানান, সংবাদ পেয়ে ঘটনাস্থল থেকে মৃতদেহ উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় থানায় মামলা দায়ের করা হয়েছে। আশরাফুদ্দৌলাকে আগামীকাল শনিবার আদালতে সোপর্দ করা হবে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন