
নিউজ ডেস্ক : যশোরের মনিরামপুরে হ্যান্ডকাপসহ আসামী পালিয়ে যাওয়ায় ক্ষিপ্ত হয়ে পুলিশ একটি গ্রামে গণগ্রেফতার চালিয়েছে বলে অভিযোগ উঠেছে। গতকাল শুক্রবার (১৭ মার্চ) বিকেলে যশোরের মনিরামপুরে উপজেলার রতনদিয়া গ্রামে এ ঘটনা ঘটে। স্থানীয়রা জানান, দুপুরের পর রাজগঞ্জ পুলিশ তদন্ত কেন্দ্রের এএসআই ইমরান রতনদিয়া গ্রামে অভিযান চালায়। এসময় ওই গ্রামের মফিজুর রহমানের ছেলে মনিরুজ্জামন মনিকে (৩৫) গ্রেফতার করা হয়। তাকে হ্যান্ডকাপ পরিয়ে থানায় আনার সময় পুলিশকে ধাক্কা দিয়ে সে পালিয়ে যায়। এরপর থেকেই গ্রামে গণগ্রেফতার চালাচ্ছে পুলিশ।
তবে পুলিশের দাবি, বোমা বিস্ফোরণ ঘটিয়ে আসামি ছিনিয়ে নিয়েছে সন্ত্রাসীরা। তাকে উদ্ধারের নামে পুলিশ ওই গ্রামে গণগ্রেফতার চালায়। এ রিপোর্ট লেখা পর্যন্ত কমপক্ষে ১০ জন নারী-পুরুষকে আটক করা হয়েছে। পুলিশের এ বক্তব্যকে উড়িয়ে দিয়ে গ্রামবাসী জানান, এসময় কোনো বোমা বিস্ফোরণের শব্দ শোনা যায়নি। স্থানীয় ইউপি চেয়ারম্যান আব্দুল হামিদ সরদার জানান, মনিরুজ্জামান পুলিশের কাছ থেকে পালিয়ে যাওয়ার পর গ্রামে ব্যাপক ধরপাকড় শুরু করে। এএসআই ইমরান ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, আসামী গ্রেফতারে জোর চেষ্টা চলছে।
এবিষয়ে ওসি বিপ্লব কুমার নাথ বলেন, বোমা বিস্ফোরণ ঘটিয়ে আসামী ছিনিয়ে নিয়েছে সন্ত্রাসীরা। এই ঘটনার সাথে জড়িত সন্দেহে এদেরকে আটক করা হয়েছে। উল্লেখ্য, মনিরুজ্জামানের বিরুদ্ধে গত সংসদ নির্বাচনের সময় কেন্দ্র ভাংচুরসহ একাধিক নাশকতা মামলা ছিল।