
নিউজ ডেস্কঃ নওগাঁ সদর উপজেলার চন্ডিপুর গ্রামে প্রেমিকার বিয়ে ভাঙতে গিয়ে গোয়েন্দা পুলিশের হাতে স্যুটারগান ও গুলিসহ ৪ যুবক আটক হয়েছেন। আজ ভোর রাতে এ ঘটনা ঘটে। এরা হলেন, নওগাঁ সদর থানার বক্তারপুর গ্রামের সেলিম রেজার ছেলে কৌশিক ফয়সাল (২৫) ও তার ৩ বন্ধু একই গ্রামের মোখলেছুর রহমানের ছেলে ফারুক হোসেন (২৫), ফেরদৌস হোসেনের ছেলে বিপন হোসেন (২১) ও তালপুকুর ইয়াদ আলী মোড়ের আব্দুর রশিদের ছেলে আল রাহিদ (২৪)।
নওগাঁ ডিবি পুলিশের ওসি জাকিরুল ইসলাম জানান, গত ফেব্রুয়ারী মাসে সদর উপজেলার চকবুলাকি গ্রামের ইকবাল হোসেনের মেয়ে রিয়ার সাথে বিয়ে হয় চট্রগ্রামের পটিয়ার রাজু শীল নামে ১ যুবকের। এরই ধারাবাহিকতায় আনুষ্ঠানিকভাবে জামাতাকে বরণ করতে আজ শুক্রবার বৌভাত অনুষ্ঠানের দিন ধার্য হয়। কিন্তু সোর্স ফয়সালের দেয়া তথ্যে ভোর রাতের দিকে রিয়ার বাড়িতে অভিযান চালিয়ে ১টি অত্যাধুনিক স্যুটারগান ও ১ রাউন্ড গুলি উদ্ধার করে পুলিশ। আটক করা হয় রিয়ার বাবা ইকবাল হোসেনকে।
কিন্তু রিয়ার বাবা ইকবাল হোসেন, এলাকাবাসী ও জনপ্রতিনিধিদের দাবী তিনি এসবের সাথে কোনভাবেই জড়িত নয়। আর তাতেই সন্দেহ হলে পুলিশ সোর্সকে জিঞ্জাসাবাদ শুরু করে । বেরিয়ে আসে অনেক রোমান্চকর তথ্য । জানাগেছে আগে থেকেই রিয়ার সাথে গভীর প্রেমের সম্পর্ক ছিল কৌশিক ফয়সালের। আর তাই রিয়াকে পেতেই এমন নাটক রচনা করে কৌশিক ফয়সাল । নওগাঁ ডিবি পুলিশের ওসি জাকিরুল ইসলাম আরো জানান, এ ঘটনায় সদর থানায় ওই ৪ যুবককে আসামি করে অস্ত্র আইনে মামলা দায়ে করা হয়েছে। আর আগামীকাল শনিবার আটককৃতদের আদালতে সোর্পদ করা হবে।