
নিউজ ডেস্কঃ নওগাঁ সদরের কাদোয়া গ্রামে আজ দুপুরে জমি সংক্রান্তের জেরে নিহত হয়েছেন আব্দুস সোবহান (৫২) নামে এক ব্যক্তি। এ ঘটনায় ২ পক্ষের ১০ জন আহত হয়েছে। আহতদের উদ্ধার করে নওগাঁ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহতদের মধ্যে মোস্তফা ও সিদ্দিক নামে ২ জনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাদের বগুড়া জিয়াউর রহমান মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। হত্যার ঘটনায় জড়িত থাকায় অভিযোগে ৪ জনকে আটক করেছে পুলিশ।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, সদর উপজেলার কাদোয়া গ্রামের মো. আরিফ ও চাচাতো ভাই ইসমাইল হোসেনের মধ্যে গত মাস তিনেক আগে থেকে মাত্র ২ শতক জমি নিয়ে দ্বন্দ্ব দেখা দেয়। এ নিয়ে একাধিকবার বৈঠকও অনুষ্ঠিত হয়। বৈঠকের মাধ্যমে মো. আরিফের পক্ষ থেকে ২৫ হাজার টাকা দিয়ে বিষয়টি মিমাংসা করার প্রস্তাবও দেন। কিন্তু ইসমাইল হোসেনের পক্ষ তা না মেনে নিয়ে জমি দাবি করেন। এমতাবস্তায় দুপুরে মো. আরিফ ওই বিরোধপূর্ণ জায়গায় টিনের বেড়া দিতে গেলে ২ পক্ষের মধ্যে লাঠি, কুড়াল, লোহার রড নিয়ে মারপিট শুরু হয়। মারপিটে ২ পক্ষের ১০ জন আহত হয়। মারপিটে ঘটনাস্থলেই মো. আরিফের পক্ষের ছোট ভাই আব্দুস সোবহান মারা যান।
সদর মডেল থানার অফিসার ইনচার্জ তোরিকুল ইসলাম জানান,নিহতের ময়নাতদন্ত শেষ করা হয়েছে। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে তাৎক্ষণিক ৪ জনকে আটক করা হয়েছে। এ ব্যাপারে নওগাঁ সদর থানায় ১ টি মামলা দায়েরের প্রস্তুতি চলছে। ঘটনার সঙ্গে জড়িতদের দ্রুত গ্রেফতার করা হবে।