
নিউজ ডেস্কঃ মাদারীপুরের শিবচরে হত্যাসহ ডাকাতি ও অস্ত্র মামলার আসামি শাহ আলম নামের ১ অভিযুক্ত ডাকাতকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় ডাকাতের হামলায় ১ পুলিশ কর্মকর্তা আহত হয়েছেন বলে পুলিশ জানিয়েছে। এ সময় বেশ কিছু দেশীয় অস্ত্র ও কালো রঙয়ের কাপড়ের মুখোশ উদ্ধার করা হয়েছে বলে পুলিশের দাবি। শাহ আলম শরিয়তপুর জেলার জাজিরা থানার গোপালপুর গ্রামের মৃত হোসেন মাদবরের ছেলে।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার গভীর রাতে শিবচর উপজেলার ভোলাই শিকদারকান্দি গ্রামে ভদ্রাসন ফাঁড়ি পুলিশের এসআই নুরুল ইসলামের নেতৃত্বে অভিযান পরিচালনা করে পুলিশ। সেখানে ১০-১৫ জনের একটি সংঘবদ্ধ ডাকাতচক্র ডাকাতির প্রস্তুতি নিচ্ছিল। পুলিশের উপস্থিতি টের পেয়ে ডাকাতদল দেশীয় অস্ত্র নিয়ে পুলিশের ওপর হামলা চালায়। ডাকাতের হামলায় ভদ্রাসন ফাঁড়ি পুলিশের এএসআই হাসান মিয়া আহত হন। এ সময় হত্যাসহ ডাকাতি ও অস্ত্র মামলার আসামি ডাকাত সর্দার শাহ আলমকে (৪৭) গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারের সময় আসামির কাছে থেকে রামদা, চাইনিজ কুড়ালসহ বেশ কিছু দেশীয় অস্ত্র, কালো রঙয়ের কাপড়ের মুখোশ উদ্ধার করে।
অপরদিকে রাতেই আহত পুলিশ কর্মকর্তা হাসানকে শিবচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে বলে পুলিশ সূত্র জানায়। পুলিশ সূত্র আরও জানায়, শাহ আলম ২০১৫ সালের ২৫ জানুয়ারি শিবচরের ভদ্রাসন এলাকায় এক বাড়িতে ডাকাতির সময় জাহাঙ্গীর হোসেন নামের ১ জনকে গুলি করে হত্যা করে পালিয়ে যান। তার বিরুদ্ধে শিবচর থানায় হত্যাসহ ডাকাতি ও অস্ত্র আইনে ২ টি মামলাসহ দেশের বিভিন্ন থানায় অসংখ্য মামলা রয়েছে।
শিবচর থানার ওসি মো. জাকির হোসেন মোল্লা জানান, গতকাল বৃহস্পতিবার গভীর রাতে ডাকাত সর্দার শাহ আলমকে গ্রেপ্তার করা হয়। তার বিরুদ্ধে শিবচর থানায় হত্যাসহ ডাকাতি ও অস্ত্র আইনে ২ টি মামলাসহ দেশের বিভিন্ন থানায় অসংখ্য মামলা রয়েছে