News71.com
 Bangladesh
 17 Mar 17, 11:13 PM
 245           
 0
 17 Mar 17, 11:13 PM

মুন্সীগঞ্জের শ্রীনগরে ১ ভুয়া পুলিশ আটক।। 

মুন্সীগঞ্জের শ্রীনগরে ১ ভুয়া পুলিশ আটক।। 

নিউজ ডেস্কঃ মুন্সিগঞ্জের শ্রীনগরে ১ ভুয়া পুলিশকে আটক করেছে শ্রীনগর থানা পুলিশ। আজ শুক্রবার বেলা ৩ টায় শ্রীনগর হাসাড়া বাজার এলাকা থেকে ব্যবসায়ীদের সহযোগিতায় তাকে আটক করা হয়। আটককৃত উপজেলার আলমপুর গ্রামের মৃত শেখ লিনোর ছেলে মামুন (৪০)।

জানা যায়, হাসাড়া বাজারে মামুন ব্যবসায়ী শাহ আলমের ফটোকপির দোকান ফটোকপি করতে গেলে দোকানদারের সাথে কথা কাটাকাটির এক পর্যায়ে পাশের ব্যবসায়ী মোহসিন এগিয়ে আসে। ব্যবসায়ীরা থানা পুলিশকে খবর দিবো বললে মামুন বলে আমি ১০ বছর ধরে পুলিশে আছি।

পরে পুলিশে খবর দেয়া হলে শ্রীনগর খানার এএসআই রিপন মিয়া তাকে আটক করেন।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন