News71.com
 Bangladesh
 17 Mar 17, 11:12 PM
 226           
 0
 17 Mar 17, 11:12 PM

কুমিল্লার কান্দিরপাড় সমবায় ভবন মার্কেটে আগুন ।।

কুমিল্লার কান্দিরপাড় সমবায় ভবন মার্কেটে আগুন ।।

 

নিউজ ডেস্কঃ কুমিল্লা নগরীর কান্দিরপাড় সমবায় বিপণী বিতান মার্কেট ভবনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আজ শুক্রবার রাত সাড়ে ৭টার দিকে ওই ভবনের নীচতলার একটি বাটা দোকানের গোডাউন থেকে আগুনের সূত্রপাত হয় বলে ব্যবসায়ীরা জানিয়েছেন। ফায়ার সার্ভিসের ৪টি ইউনিট চেষ্টা চালিয়ে রাত সাড়ে ৮টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনে।

ওই মার্কেটের ব্যবসায়ীরা জানান, আজ শুক্রবার রাত সাড়ে ৭টার দিকে নগরীর প্রাণকেন্দ্র কান্দিরপাড়স্থ ৪তলা বিশিষ্ট সমবায় বিপণী বিতান মার্কেট ভবনের নীচতলার ১টি বাটা দোকানের গোডাউন থেকে আগুনের সূত্রপাত হয়ে মুহূর্তে তা  আশপাশে ছড়িয়ে পড়ে। ওই ভবনে এনসিসি ব্যাংক, জনতা ব্যাংক, সমবায় ব্যাংক ও জীবন বীমা কর্পোরেশনসহ বিভিন্ন অফিস ও ব্যবসা প্রতিষ্ঠান রয়েছে। এ ঘটনায় ওই মার্কেটসহ আশপাশের দোকানপাটে ব্যবসায়ীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে।

এ বিষয়ে কোতয়ালী মডেল থানার ওসি মো. আবু সালাম মিয়া জানান, বাটা দোকানের ১টি গোডাউন থেকে আগুনের সূত্রপাত হয়। ফায়ার সার্ভিসের ৪টি ইউনিট  চেষ্টা চালিয়ে রাত সাড়ে ৮টার দিকে আগুন নিয়ন্ত্রণে এনেছে। তবে তাৎক্ষণিকভাবে ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন