News71.com
 Bangladesh
 17 Mar 17, 11:08 PM
 227           
 0
 17 Mar 17, 11:08 PM

পথশিশুদের মাঝে খাবার ও শিক্ষা উপকরণ বিতরণ করলেন ছাত্রলীগের সভাপতি সোহাগ।।

পথশিশুদের মাঝে খাবার ও শিক্ষা উপকরণ বিতরণ করলেন ছাত্রলীগের সভাপতি সোহাগ।।

নিউজ ডেস্কঃ জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৯৮তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবসে পথশিশুদের মাঝে খাবার, পানি ও বিভিন্ন শিক্ষা উপকরণ বিতরণ করেছেন ছাত্রলীগের সভাপতি সাইফুর রহমান সোহাগ। আজ শুক্রবার দুপুরে রাজধানীর পরীবাগে প্রায় ২ শতাধিক পথশিশুর মাঝে এসব খাবার ও উপকরণ বিতরণ করা হয়।

এ সময় ছাত্রলীগ সভাপতি সোহাগ বলেন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর ছোট শিশুদের খুব ভালবাসতেন। তাদেরকে কোলে নিয়ে আদর করতেন। রাজনীতি ও রাষ্ট্রীয় কাজে ব্যস্ত থাকলেও যখনই অবসর পেতেন শিশুদের সঙ্গে আড্ডা দিতেন, সময় কাটাতেন। আজকের এই দিনে জাতির জনক বঙ্গবন্ধু টুঙ্গিপাড়ার একটি অজো পাড়াগায়ে জন্মগ্রহণ করেছিলেন।  এ সময় উপস্থিত ছিলেন ছাত্রলীগের আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক মোহাম্মদ ইমরান খানসহ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মীরা।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন