
নিউজ ডেস্ক : সাতক্ষীরায় মানবতাবিরোধী অপরাধ মামলার আসামি রাজাকার শিরোমনি এম আব্দুল্লাহিল বাকী কে (১০৩) গ্রেফতার করেছে পুলিশ। আজ শুক্রবার (১৭ মার্চ) দুপুর দেড়টার দিকে সাতক্ষীরা সদর উপজেলার আলিপুর ইউনিয়নের বুলারাটী গ্রামের বাড়ি থেকে তাকে গ্রেফতার করা হয়। জানা যায়, এম আব্দুল্লাহিল বাকী সাতক্ষীরার শীর্ষ রাজাকারদের একজন। তার বিরুদ্ধে সাতক্ষীরায় ১৯৭১ সালে মুক্তিযুদ্ধ চলাকালে গণহত্যা, লুণ্ঠন ও অগ্নিসংযোগের অভিযোগ রয়েছে।
সাতক্ষীরা সদর থানার ওসি ফিরোজ হোসেন মোল্লা জানান, রাজাকার বাকীকে গ্রেফতার করা হয়েছে। গত ৮ মার্চ আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করে। একইসঙ্গে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল রাজাকার খান রোকনুজ্জামান ও জহিরুল ইসলামের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছে।