
নিউজ ডেস্কঃ নীলফামারীর সৈয়দপুরে ডাকাতি করে পালানোর সময় ওসমান আলী (৩৫) নামে ১ ডাকাতকে এলাকাবাসী আটক করে থানায় সোপার্দ করেছে। সে শহরের ইসলামবাগ এলাকার মৃত ভোলা মামুদের পুত্র। গতকাল বৃহস্পতিবার রাত ৩টার দিকে শহরের নতুন বাবুপাড়া এলাকার আবিদ হোসেনের বাড়িতে ৭/৮ জনের একটি ডাকাতদল দেওয়াল টপকে বাড়ির ভেতরে প্রবেশ করে। এসময় অস্ত্রের মুখে বাড়ির সবাইকে আটকে রেখে নগদ ১ লাখ টাকা, ৪ লাখ টাকার স্বর্ণালঙ্কার সটকে পড়ে।
বাড়ির লোকজনের আত্মচিৎকারে এলাকাবাসী ছুটে এসে ডাকাত দলের ওসমান নামে ১ ডাকাতকে আটক করে পরে থানায় সোপার্দ করেছে। এ বিষয়ে সৈয়দপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) আমিরুল ইসলাম জানান, আটক ব্যক্তিকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। এরপর আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানান তিনি।