News71.com
 Bangladesh
 17 Mar 17, 06:00 PM
 224           
 0
 17 Mar 17, 06:00 PM

নীলফামারীর সৈয়দপুরে ডাকাতি করে পালানোর সময় জনতার হাতে আটক ওসমান  

নীলফামারীর সৈয়দপুরে ডাকাতি করে পালানোর সময় জনতার হাতে আটক ওসমান   

নিউজ ডেস্কঃ নীলফামারীর সৈয়দপুরে ডাকাতি করে পালানোর সময় ওসমান আলী (৩৫) নামে ১ ডাকাতকে এলাকাবাসী আটক করে থানায় সোপার্দ করেছে। সে শহরের ইসলামবাগ এলাকার মৃত ভোলা মামুদের পুত্র। গতকাল বৃহস্পতিবার রাত ৩টার দিকে শহরের নতুন বাবুপাড়া এলাকার আবিদ হোসেনের বাড়িতে ৭/৮ জনের একটি ডাকাতদল দেওয়াল টপকে বাড়ির ভেতরে প্রবেশ করে। এসময় অস্ত্রের মুখে বাড়ির সবাইকে আটকে রেখে নগদ ১ লাখ টাকা, ৪ লাখ টাকার স্বর্ণালঙ্কার সটকে পড়ে।

বাড়ির লোকজনের আত্মচিৎকারে এলাকাবাসী ছুটে এসে ডাকাত দলের ওসমান নামে ১ ডাকাতকে আটক করে পরে থানায় সোপার্দ করেছে। এ বিষয়ে সৈয়দপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) আমিরুল ইসলাম জানান, আটক ব্যক্তিকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। এরপর আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানান তিনি।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন