News71.com
 Bangladesh
 17 Mar 17, 05:57 PM
 217           
 0
 17 Mar 17, 05:57 PM

নিষেধাজ্ঞা অমান্য করে জাটকা ধরায় ভোলার ১৭ জেলেকে কারাদণ্ড।।

নিষেধাজ্ঞা অমান্য করে জাটকা ধরায় ভোলার ১৭ জেলেকে কারাদণ্ড।।

 

নিউজ ডেস্কঃ সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে ভোলার মেঘনায় ইলিশ ধরার অপরাধে ১৭ জেলেকে ২ মাস করে কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমান আদালত। এসময় ৫০ হাজার মিটার জাল ও জব্দ করা হয়। আজ শুক্রবার দুপুরে ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট মৃধা মো. মুজাহিদুল ইসলাম এ কারাদণ্ড দেন। 

ভোলা সদর উপজেলা মৎস কর্মকর্তা মো. আসাদুজ্জামান জানান, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মৃধা মো. মুজাহিদুল ইসলামের নেতৃত্বে কোস্ট গার্ডের একটি দল গতকাল বৃহস্পতিবার রাত থেকে আজ শুক্রবার দুপুর পর্যন্ত ভোলা সদরের মেঘনা নদীতে অভিযান চালায়। এ সময় মেঘনা নদীর ইলিশা এলাকায় নিষেধাজ্ঞা অমান্য করে মাছ ধরার অপরাধে ১৭ জন জেলেকে আটক করা হয়। পরে তাদের প্রত্যেককে ২ মাস করে কারাদণ্ড দেন ভ্রাম্যমান আদালত। এছাড়া তাদের কাছ থেকে জব্দকৃত ৫০ হাজার মিটার জাল পুড়িয়ে ফেলা হয়। উল্লেখ্য, জাটকা সংরক্ষণের লক্ষ্যে ১ মার্চ থেকে ৩০ এপ্রিল পর্যন্ত দেশের সকল নদীতে টানা ২ মাস ইলিশ ধরা, বিপণন, মজুদ ও পরিবহন নিষিদ্ধ করেছে সরকার।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন