News71.com
 Bangladesh
 17 Mar 17, 05:54 PM
 224           
 0
 17 Mar 17, 05:54 PM

রাজধানীতে চলন্ত মাহিন্দ্র থেকে পড়ে কামাল নামে ১ শ্রমিকের মৃত্যু।। 

রাজধানীতে চলন্ত মাহিন্দ্র থেকে পড়ে কামাল নামে ১ শ্রমিকের মৃত্যু।। 

 

নিউজ ডেস্কঃ রাজধানীর রামপুরার আফতাবনগরে চলন্ত মাহিন্দ্র থেকে পড়ে ১ শ্রমিকের মৃত্যু হয়েছে। নিহত শ্রমিকের নাম কামাল হোসেন (৩৪)। নিহত কামাল হোসেনের বাড়ি নেত্রকোনার পূর্বধলা উপজেলার শালথি গ্রামে। আজ শুক্রবার দুপুর ২টার দিকে এ দুর্ঘটনা ঘটে। রামপুরার মেরাদিয়া এলাকায় বসবাস করে নির্মাণ শ্রমিকের কাজ করতেন।

প্রত্যক্ষদর্শীরা জানা যায়, কামাল শ্রমিক হিসেবে কাজ করতো। চলন্ত মাহিন্দ্র থেকে সে পড়ে গেলে তাকে দ্রুত ঢামেক হাসপাতালে নিয়ে আসা হয়। পরে বেলা ৩টায় চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (এসআই) বাচ্চু মিয়া ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন,আহত অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিলে বেলা ৩টায় কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। নিহতের মরদেহ মর্গে রাখা হয়েছে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন