News71.com
 Bangladesh
 17 Mar 17, 12:57 PM
 205           
 0
 17 Mar 17, 12:57 PM

নড়াইলে পুলিশি অভিযানে ৪ মাদক বিক্রেতাসহ আটক ৩১।। 

নড়াইলে পুলিশি অভিযানে ৪ মাদক বিক্রেতাসহ আটক ৩১।। 

 

নিউজ ডেস্কঃ নড়াইলের ৪ থানায় অভিযান চালিয়ে ৪ মাদক বিক্রেতাসহ বিভিন্ন মামলায় ওয়ারেন্টভুক্ত মোট ৩১ জনকে আটক করেছে পুলিশ। এ সময় ৬০ গ্রাম গাঁজা এবং দেড় লিটার মদ উদ্ধার করা হয়। গতকাল  বৃহস্পতিবার রাত থেকে আজ শুক্রবার সকাল পর্যন্ত এ অভিযান চালানো হয়। 

  এর মধ্যে সদর থানা পুলিশ দেড় লিটার মদসহ ২ মাদক বিক্রেতা ও বিভিন্ন অভিযোগে আরও ১১ জনকে আটক করে। লোহাগড়ায় ৪০ গ্রাম গাঁজাসহ ১ মাদক বিক্রেতাসহ ৮ জন, কালিয়া ২০ গ্রাম গাঁজা ১ মাদক বিক্রেতাসহ ৪ জন এবং নড়াগাতি থানা পুলিশ ৪ জনকে আটক করেছে। পুলিশ সুপার সরদার রকিবুল ইসলাম আমাদেরকে জানান, মাদক উদ্ধারের ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা দায়ের করা হয়েছে। আটকদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন