News71.com
 Bangladesh
 17 Mar 17, 12:30 PM
 206           
 0
 17 Mar 17, 12:30 PM

ভোটারবিহীন সরকার ক্ষমতায় থাকতে ফের মরিয়া ।। বিএনপি নেতা রুহুল কবির রিজভী

ভোটারবিহীন সরকার ক্ষমতায় থাকতে ফের মরিয়া ।। বিএনপি নেতা রুহুল কবির রিজভী

 

নিউজ ডেস্কঃ বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, ভোটারবিহীন সরকার ক্ষমতায় থাকার জন্য ফের মরিয়া হয়ে উঠেছে। জনগণের মতামতকে তোয়াক্কা করেনা। লুটপাটের নীতিতে আজ তারা অন্ধ। মানুষ যাতে প্রতিবাদ করতে না পারে সেজন্য আইনশৃঙ্খলা বাহিনীকে ব্যবহার করে দেশজুড়ে মহাসমারোহে বিচারবহির্ভূত হত্যাকান্ড চালানো হচ্ছে এবং চলছে গণগ্রেফতার।

সেইসাথে বাংলাদেশের সংগ্রামী জনগণ নিশ্চয়ই পিন্ডির কাছ থেকে রক্তসাগরের বিনিময়ে অর্জিত স্বাধীনতা দিল্লীর কাছে হস্তান্তর করতে দেবে না। আমাদের জাতীয় জীবনের সাথে স্বাধীনতা স্পৃহা অদম্যভাবে অঙ্গীভুত। ভারতের কাছ থেকে সামরিক হার্ডওয়্যার আমদানি করলে সেক্ষেত্রে বাংলাদেশের প্রতিরক্ষা ব্যবস্থা হবে ভারতীয় প্রতিরক্ষা ব্যবস্থার এক্সটেনশন মাত্র।

আজ শুক্রবার সকালে নয়া পল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে রুহুল কবির রিজভী এসব বলেন। এসময় বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা তৈমুর আলম খন্দকার, যুগ্ম মহাসচিব সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল, কেন্দ্রীয় নেতা মুনির হোসেন, জেড মর্তুজা চৌধুরী তুলা প্রমুখ।

রিজভী বলেন, ভারত কোথাও বিন্দুমাত্র নিজেদের স্বার্থ পরিত্যাগ করতে রাজি নয়। বাংলাদেশের সাথে ভারতের এই চুক্তির খবরে সারাদেশের মানুষ বিক্ষুব্ধ হয়ে উঠেছে। এই চুক্তি স্বাক্ষরিত হলে এদেশের আপামর জনসাধারণ শরীরের রক্ত ঢেলে দিয়ে অমিত বিক্রমে প্রতিহত করবে। আবারো কবির কন্ঠে বলতে চাই-“মৃত্যুর ভয়ে ভীরু বসে থাকা আর না/পরো পরো যুদ্ধের সজ্জা।রিজভী কুষ্টিয়ার দৌলতপুরে বিএনপির নেতাকর্মীদের বাড়িতে অভিযান এবং হয়রানির তীব্র নিন্দা জানিয়ে বলেন, এসব করা হচ্ছে রাজনৈতিক উদ্দেশেই।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন