News71.com
 Bangladesh
 17 Mar 17, 11:45 AM
 224           
 0
 17 Mar 17, 11:45 AM

কুষ্টিয়ার দৌলতপুরে বন্দুকযুদ্ধে ডাকাত সেলিম নিহত।। 

কুষ্টিয়ার দৌলতপুরে বন্দুকযুদ্ধে ডাকাত সেলিম নিহত।। 

 

নিউজ ডেস্কঃ কুষ্টিয়ার দৌলতপুরে ডিবি পুলিশের সঙ্গে কথিত বন্দুকযুদ্ধে সেলিম (৪০) নামে ১ ডাকাত নিহত হয়েছেন। পুলিশ ঘটনাস্থল থেকে ২ টি এলজি শাটার গান, ১ রাউন্ড গুলি ও কিছু সরঞ্জাম জব্দ করে।

গতকাল বৃহস্পতিবার  রাত ৩টার দিকে উপজেলার বোয়ালিয়া ইউনিয়নের আদাবাড়ীয়া-শিয়ালিয়া মাঠে এ ঘটনা ঘটে। কুষ্টিয়া ডিবি পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাব্বিরুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। 

সাব্বিরুল ইসলাম জানান, গভীর রাতে ওই এলাকায় ডাকাতির প্রস্তুতি চলছে খবর পেয়ে ডিবি পুলিশের একটি টিম সেখানে উপস্থিত হয়। পুলিশের উপস্থিতি টের পেয়ে ডাকাতদলের সদস্যরা পুলিশকে লক্ষ করে গুলি ছোড়ে। পুলিশও আত্মরক্ষার জন্য পাল্টা গুলি ছোড়ে। তিনি আরও বলেন, এক পর্যায়ে ডাকাতরা পালিয়ে গেলে পুলিশ সেখানে গিয়ে আহত অবস্থায় সেলিমকে উদ্ধার করে। এরপর সেলিমকে উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন