
নিউজ ডেস্ক সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির আসন্ন নির্বাচন উপলে গত রাতে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার সাথে বৈঠক করেছেন জাতীয়তাবাদী কর আইনজীবী সমিতির নেতৃবৃন্দ। রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে রাত ৯টায় এই বৈঠক হয়। উল্লেখ্য, আগামী ২২ মার্চ সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির নির্বাচনে বিএনপি সমর্থিত প্যানেলে প্রার্থীদের ভেদাভেদ ভুলে একযোগে ভোট দেয়ার জন্য বিএনপি চেয়ারপারসন কর আইনজীবীদের প্রতি আহ্বান জানিয়েছেন।
কর আইনজীবী সমিতির সভাপতি আবদুল মজিদ মল্লিকের সভাপতিত্বে বৈঠকে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস, ঢাকা আইনজীবী সমিতির নির্বাচিত সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আজিজুল ইসলাম খান বাচ্চু প্রমুখ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। এ ছাড়া কর আইনজীবী সমিতির সাবেক সভাপতি এম এ গফুর মজুমদার, মো: আব্বাস উদ্দিন, রমিজউদ্দিন আহমেদ, কর আইনজীবী ফোরামের সহসভাপতি এ কে এম নেসার উদ্দিন, সাধারণ সম্পাদক হুমায়ুন কবীরসহ অর্ধশতাধিক কর আইনজীবী উপস্থিত ছিলেন।