News71.com
 Bangladesh
 16 Mar 17, 11:48 PM
 200           
 0
 16 Mar 17, 11:48 PM

পাবনার পুলিশ লাইন হাসপাতাল থেকে ওয়ার্ড বয়ের ঝুলন্ত লাশ উদ্ধার।।   

পাবনার পুলিশ লাইন হাসপাতাল থেকে ওয়ার্ড বয়ের ঝুলন্ত লাশ উদ্ধার।।      

 

নিউজ ডেস্কঃ পাবনা পুলিশ লাইন হাসপাতালে আবু সায়েম (৩৮) নামে ১ ওয়ার্ড  বয়ের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। আবু সায়েম দিনাজপুর জেলার নবাবগঞ্জ কাজীপাড়া গ্রামের শরীফুদ্দিনের ছেলে। পাবনা সদর থানার ওসি আব্দুর রাজ্জাক জানান, সায়েম ১৯৯৭ সাল থেকে ওই হাসপাতালে ওয়ার্ড বয় হিসাবে কাজ করতেন।

আজ বৃহস্পতিবার সন্ধ্যায় হাসপাতালের দোতালার একটি বারান্দার ঝুলন্ত অবস্থায় তাকে দেখতে পেয়ে হাসপাতালের কম্পাউন্ডার বেলাল পুলিশে খবর দেয়। পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাবনা জেনারেল হাসপাতাল মর্গে পাঠায়। জেলার অতিরিক্ত পুলিশ সুপার শামীম আরা জানান, আবু সায়েম দীর্ঘ দিন যাবত মানসিকভাবে অসুস্থ ছিলো। মানসিক ভারসাম্যহীনতার কারণে সে আত্মহত্যা করেছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন