News71.com
 Bangladesh
 16 Mar 17, 08:24 PM
 203           
 0
 16 Mar 17, 08:24 PM

বান্দরবানে বন কর্মকর্তা-কর্মচারীদের কাছে ৪ ট্রাক অবৈধ কাঠ জব্দ।।

বান্দরবানে বন কর্মকর্তা-কর্মচারীদের কাছে ৪ ট্রাক অবৈধ কাঠ জব্দ।।

নিউজ ডেস্কঃ বান্দরবান বনবিভাগের বেতছড়া রেঞ্জের কর্মকর্তা-কর্মচারীরা আনসার সদস্যদের সহায়তায় সদর উপজেলার ওয়াই জংশন এলাকা থেকে অবৈধ ভাবে নিয়ে আসা ৪ ট্রাক মুল্যবান কাঠ জব্দ করেছে। ভুল তথ্য দিয়ে পাচারকালে সন্দেহের ভিত্তিতে আনসার জওয়ানরা গতকাল বুধবার ১৫ মার্চ সন্ধ্যায় কাঠ বোঝাই ট্রাক গুলোকে আটক করে। পরে বান্দরবান বন বিভাগের বেতছড়া রেঞ্জ কর্মকর্তাদের কাছে সেগুলো হস্তান্তর করা হয়। আজ বৃহস্পতিবার ১৬ মার্চ আটককৃত কাঠ বোঝাই ট্রাকগুলো বান্দরবান বন বিভাগের অফিস চত্বরে নিয়ে আসা হয়।

সুত্র জানায়, গতকাল বুধবার বিকেলে থানচি থেকে ১৭টি ট্রাক যোগে বিপুল পরিমাণ কাঠ নিয়ে যাওয়ার সময় ওয়াই জংশন চেকপোস্টে কর্মরত আনসার সদস্যদের সন্দেহ হয়। পরে তল্লাশি চালিয়ে ১৭টি ট্রাকের মধ্যে ১৩টিতে বন বিভাগের অনুমতি ও বৈধ কাগজপত্র পাওয়া গেলেও অন্য ৪টি ট্রাকে বোঝাই করা কাঠের কোন কাগজপত্র ছিল না। এ অবস্থায় বন বিভাগকে খবর দেওয়া হলে বেতছড়া রেঞ্জের বন কর্মীরা ঘঁটনাস্থলে পৌঁছে অবৈধ কাঠ বোঝাই ওই ৪টি ট্রাক আটক করে।

বান্দরবান বনবিভাগের ডিএফও কাজী কামাল উদ্দিন জানান, অবৈধ কাঠ পরিবহনের দায়ে কাঠের সাথে ট্রাকগুলোকেও আটক করা হয়েছে। আটক করা কাঠগুলোর তালিকা তৈরি করা হচ্ছে। জব্দকৃত কাঠের মুল্য ৩০ লাখ টাকারও বেশি হতে পারে বলে তিনি জানান।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন