
নিউজ ডেস্ক : চট্টগ্রামের সীতাকুন্ড উপজেলার প্রেমতলায় জঙ্গিদের বিরুদ্ধে অভিযান চালানো সেই বাড়ি থেকে এক শিশুর ক্ষত-বিক্ষত মরদেহ উদ্ধার করা হয়েছে। প্রেমতলার চৌধুরীপাড়ার ‘ছায়ানীড়’ নামের ওই বাড়ির জঙ্গি আস্তানায় বুধবার রাত থেকে অভিযান চালায় আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা। বৃহস্পতিবার (১৬ মার্চ) সকালে গোলাগুলি ও বিস্ফোরণের পর অভিযান সমাপ্ত ঘোষণা করা হয়। তখন ওই বাড়ি থেকে নারীসহ চারজনের লাশ উদ্ধার করে পুলিশ।
সন্ধ্যা সাড়ে ৬ টার দিকে ওই বাড়ির একটি ঘরের কোণায় পড়ে থাকা শিশুটি লাশ উদ্ধার করা হয়। শিশুটির বয়স আনুমানিক দুই বছর। নিহত কারো নাম-পরিচয় জানা যায়নি। শিশুর লাশ উদ্ধারের সত্যতা নিশ্চিত করেছেন সীতাকুন্ড থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইফতেখার হোসেন।
পুলিশের কাউন্টার টেররিজম ইউনিট এবং সোয়াতের সমন্বিত বাহিনী সকাল সোয়া ৬ টার দিকে অভিযান শুরু পর জঙ্গিদের সঙ্গে পুলিশের ব্যাপক গোলাগুলি হয়। এরপর বাড়ির ভেতরে বিকট শব্দে বোমার বিস্ফোরণ ঘটে। এতে বাড়ির ছাদ অনেকটা উড়ে যায়। ওই ঘরের মধ্যে শিশুর লাশ পড়ে ছিল।