News71.com
 Bangladesh
 16 Mar 17, 08:04 PM
 195           
 0
 16 Mar 17, 08:04 PM

সুন্দরবনের করিবাজ বাহিনীর সেকেন্ড ইন কমান্ড সহিদুলসহ ২ বনদস্যু আটক,আগ্নেয়াস্ত্র উদ্ধার..... 

সুন্দরবনের করিবাজ বাহিনীর সেকেন্ড ইন কমান্ড সহিদুলসহ ২ বনদস্যু আটক,আগ্নেয়াস্ত্র উদ্ধার..... 

 

নিউজ ডেস্কঃ সুন্দরবনের চাঁদপাই রেঞ্জের পশুর নদীর চারাখালী খাল এলাকা থেকে করিবাজ বাহিনী’র উপ-প্রধান মো. সহিদুল শেখসহ ২ বনদস্যুকে আটক করেছে র্যা ব। আজ বৃহস্পতিবার দুপুর ১টার দিকে র্যাদব-৮ এর হাতে আটক হওয়া এ ২ বনদস্যুর কাছ থেকে উদ্ধার হয়েছে ৪টি আগ্নেয়াস্ত্র ও ১৩ রাউন্ড গুলি। আটক এ ২ বনদস্যুর বাড়ি বাগেরহাট জেলায়। র্যাব-৮ এর পক্ষ থেকে সংবাদ কর্মিদের কাছে পাঠানো ইমেইলে বলা হয়েছে, সুন্দরবনের পশুর, শিবসা নদী এবং নদী সংলগ্ন বিভিন্ন খাল ও এলাকায় নিরীহ জেলেকে অপহরণ ও মাছ ধরার ট্রলারে লুটপাট চালায়। অপহরণ পরবর্তী কৌশলে জেলে ও বনজীবিদের পরিবারকে ফোন করে জন প্রতি বিপুল অংকের টাকা মুক্তিপণ আদায় করা ‘করিবাজ বাহিনী’কে আটকে র্যা ব সুন্দরবনে অভিযান চালায়। আজ বৃহস্পতিবার দুপুর ১টার দিকে র্যাকব-৮ এর সদস্যরা বাইনোকুলারের সাহায্যে দেখতে পায় সুন্দরবনের চাঁদপাই রেঞ্জের পশুর নদীর চারাখালী খাল এলাকায় বনদস্যু কবিরাজ বাহিনীর সদস্যরা অবস্থান করছে। দ্রুত সেখানে অভিযান চালালে  র্যা ব সদস্যদের উপস্থিতি দের পেয়ে বনদস্যুরা পালাতে থাকে।

এসময়ে র্যাপব সদস্যরা করিবাজ বাহিনী’র সেকেন্ড ইন কমান্ডার মো. সহিদুল শেখ (২২) ও মোঃ সিরাজুল ইসলাম নিকারীকে (৪৫) আটক করে। এসময়ে ঘটনাস্থলে তল্লাশি চালিয়ে উদ্ধার করা হয় ৪টি আগ্নেয়ান্ত্র ও ১৩ রাউন্ড গুলি। উদ্ধারকৃত আগ্নেয়াস্ত্রের মধ্যে রয়েছে, ১টি বিদেশী একনালা বন্দুক, ১টি বিদেশী কাটা রাইফেল, ২টি বিদেশী ওয়ান শুট্যারগান ও  বিভিন্ন অস্ত্রের ১৩ রাউন্ড গুলি। আটক করিবাজ বাহিনী’র উপ-প্রধান মো. সহিদুল শেখ, বাগেরহাটের মংলা উপজেলার আমড়াতলা গ্রামের মো. আজিজ শেখের ছেলে ও মো. সিরাজুল ইসলাম নিকারী একই জেলার ফকিরহাট উপজেলার লকপুর গ্রামের শুকুর আলী রওফে কুনচে শুকুরের ছেলে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন