
নিউজ ডেস্কঃ বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ বলেন, বিএনপি যত কথাই বলুক, নির্বাচনে তারা আসবেই। তাই গ্রামে গ্রামে ওয়ার্ডে ওয়ার্ডে গিয়ে আওয়ামী লীগকে সংগঠিত করার নির্দেশ দিয়েছেন বাণিজ্যমন্ত্রী। আজ বৃহস্পতিবার দুপুরে ভোলার লালমোহন বহুমুখী মাধ্যমিক বিদ্যালয় মাঠে ‘লার্নিং এন্ড আর্নিং মেলা’র উদ্বোধনকলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ বলেন, ২০০৮ সালের নির্বাচনে বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনা আওয়ামী লীগের সভাপতি হিসেবে ঘোষণা করেছিলেন - বাংলাদেশ হবে ডিজিটাল বাংলাদেশ। বাংলাদেশ হবে মধ্যম আয়ের দেশ। ডিজিটাল বাংলাদেশ এখন আর স্বপ্ন নয়। ডিজিটাল বাংলাদেশের স্বপ্ন আজ বাস্তবে রূপ নিয়েছে। আজকের বাংলাদেশ ডিজিটাল বাংলাদেশে পরিণত হয়েছে।
তিনি আরো বলেন, আজকে দেশের প্রতিটি স্কুল কলেজে কম্পিউটার রয়েছে। স্কুল-কলেজের ছাত্রছাত্রীরা সবাই লার্লিং অ্যান্ড আর্নিং-এ মনোনিবেশ করেছে। লালমোহনে বসেই আমাদের তরুণসমাজ আউটসোর্সিংয়ের মাধ্যমে অনেক বৈদেশিক মুদ্রা আয় করতে সক্ষম হবে। এটাই ছিল বঙ্গবন্ধুর কন্যা দেশনেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্বপ্ন। যা এখন বাস্তবে রূপ নিয়েছে।
ভোলার জেলা প্রশাসক মোহাম্মদ সেলিম উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন জাতীয় সংসদের চিপ হুইপ এ এস এম ফিরোজ, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি মন্ত্রণালয়ের প্রতিপন্ত্রী জোনায়েদ আহমেদ পলক, ভোলা-৩ আসনের সংসদ সদস্য নুরুন্নবী চৌধুরী শাওন। এ ছাড়াও অনুষ্ঠানে জাতীয় সংসদের ১৭ জন সংসদ সদস্য, প্রশাসনের কর্মকর্তা ও আওয়ামী লীগের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
পরে বিকালে বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ লালমোহন সরকারি কলেজ মাঠে ‘সজীব ওয়াজেদ জয় ডিজিটাল পার্ক’-এর উদ্বোধন করেন। উদ্বোধন শেষে মন্ত্রী সেখানে এক জনসভায় বক্তব্য রাখেন। এই ডিজিটাল পার্কে ফ্রি ওয়াইফাই সংযোগসহ ৪০ ইঞ্চি রঙ্গিন টিভি, দৃষ্টিনন্দন এক বিশাল ফোয়ারাসহ সকল বয়সের মানুষের বিনোদনের বিভিন্ন উন্নত ও আধুনিক সরঞ্জামাদি রয়েছে।