News71.com
 Bangladesh
 16 Mar 17, 07:11 PM
 208           
 0
 16 Mar 17, 07:11 PM

দেশে পুনরায় চাঙ্গা হওয়ার চেষ্টা করছে জঙ্গিরা ।।  আইজিপি এ কেএম শহীদুল হক

দেশে পুনরায় চাঙ্গা হওয়ার চেষ্টা করছে জঙ্গিরা ।।  আইজিপি এ কেএম শহীদুল হক

নিউজ ডেস্ক : জঙ্গিরা পুনরায় চাঙ্গা হওয়ার চেষ্টা করছে বলে জানিয়েছেন পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) এ কেএম শহীদুল হক। বৃহস্পতিবার (১৬ মার্চ) রাজধানীর শহীদ পুলিশ স্মৃতি কলেজের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও কুচকাওয়াজ অনুষ্ঠানে তিনি এ সব কথা বলেন। আইজিপি বলেন, জঙ্গিদের কাছ থেকে কিছু কাগজপত্র উদ্ধার করা হয়েছে। সেসব দেখে বোঝা যায়,  বর্তমানে তারা নতুন করে চাঙ্গা হওয়ার চেষ্টা করছে। আর নতুন করে চাঙ্গা হতে গিয়েই পুলিশের কাছে ধরা পড়েছে।

তিনি আরো বলেন, সীতাকুন্ডে ‘অ্যাসল্ট ১৬’ অভিযানে এক মহিলাসহ চারজন নিহত হয়েছেন। এছাড়াও দুজন পুলিশ সদস্য আহত অবস্থায় চট্টগ্রাম সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) চিকিৎসাধীন আছেন। অভিযানে জঙ্গি আস্তানা থেকে বিপুল সংখ্যক অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার করা হয়েছে। আস্তানায় বিপুল পরিমাণে বিস্ফোরক আছে উল্লেখ করে তিনি বলেন, ঘটনাস্থলে বর্তমানে সোয়াত, বোমা ডিসপোজাল টিম, পিবিআইসহ আইনশৃঙ্খলা রক্ষাকারি বাহিনীর অন্যান্য টিমও কাজ করে যাচ্ছে।জঙ্গি তৎপরতা কমিয়ে আনার লক্ষে গত ৯ মার্চ থেকে বিশেষ অভিযান চলছে। এরই ধারাবাহিকতায় চেকপোস্ট বসিয়ে তল্লাশি অব্যাহত রয়েছে বলেও জানান এ কেএম শহীদুল হক।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন