
নিউজ ডেস্ক : শুল্ক ফাঁকির অভিযোগে শোভন ইন্টারন্যাশনাল লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক আব্দুস সোবহান সাদিককে আটক করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। আজ বৃহস্পতিবার (১৬ মার্চ) দুপুরে জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) সামনে থেকে দুদকের একটি দল তাকে আটক করে। দুদকের পরিচালক ইকবাল হোসেন জানান, ফ্যাক্টরি করার জন্য ২০০৭ সালে বন্ড সুবিধার আওতায় শোভন ইন্টারন্যাশনাল লিমিটেড বিভিন্ন মেশিনারিজ আমদানি করে। কিন্তু মেশিনারিজ আমদানি করা হলেও তারা ফ্যাক্টরি করেনি। এমনকি আমদানি বাবদ সরকারের শুল্কও পরিশোধ করেনি। যার মাধ্যমে সরকারের মোট ৭১ লাখ ৬১ হাজার ৩২৪ টাকার রাজস্ব ফাঁকি দিয়েছে কোম্পানিটি।
এ বিষয়ে দুদকের উপ-পরিচালক ও জনসংযোগ কর্মকর্তা প্রণব কুমার ভট্টাচার্য বলেন, শুল্ক ফাঁকির অভিযোগে দুদকের উপ-পরিচালক মাহবুবুল আলম বাদী হয়ে বৃহম্পতিবার সকালে রাজধানীর শাহজাহানপুর থানায় মামলা দায়ের করেন। মামলা নম্বর ৩১। মামলার পর দুপুরে সাদিককে আটক করে দুদক। তাকে আদালতে পাঠানো হয়েছে বলেও জানান তিনি।