
নিউজ ডেস্ক : ময়মনসিংহ সদর উপজেলা থেকে নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন হরকাতুল জিহাদ বাংলাদেশের (হুজি) তালিকাভুক্ত সদস্য আবুল ফারাহ রুম্মানকে (৩০) গ্রেফতার করেছে পুলিশ। বৃহস্পতিবার (১৬ মার্চ) বিকেলে কোতোয়ালী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুল ইসলাম জানান, গোপন সংবাদের ভিত্তিতে ভোররাতে পুলিশি অভিযানে সদর উপজেলার গলগন্ডা গ্রামের বাড়ি থেকে হুজি সদস্য রুম্মানকে গ্রেফতার করা হয়। তার বিরুদ্ধে চট্টগ্রামে সন্ত্রাসবিরোধী ও বিস্ফোরক আইনে দু’টি এবং ময়মনসিংহে বিশেষ ক্ষমতা আইনে মামলা রয়েছে। বিকেলে আদালতের মাধ্যমে তাকে ময়মনসিংহ কেন্দ্রীয় কারাগারে পাঠানো হয়েছে বলেও জানান তিনি।