News71.com
 Bangladesh
 16 Mar 17, 06:45 PM
 251           
 0
 16 Mar 17, 06:45 PM

বিএনপি আগামী নির্বাচনে না আসলে মুসলিম লীগের থেকেও খারাপ অবস্থা হবে ।। শেখ সেলিম   

বিএনপি আগামী নির্বাচনে না আসলে মুসলিম লীগের থেকেও খারাপ অবস্থা হবে ।। শেখ সেলিম      

 

নিউজ ডেস্কঃ আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও গোপালগঞ্জ সদর আসনের সংসদ সদস্য শেখ ফজলুল করিম সেলিম বলেছেন,আগামী নির্বাচন অবাধ সুষ্ঠু ও নিরপেক্ষ হবে। শেখ হাসিনার আধীনে এ নির্বাচনে বিএনপিকে আসতেই হবে। বিএনপি নির্বাচনে না আসলে তাদের নাম ঠিকানা থাকবে না। অবস্থা মুসলিম লীগের থেকেও খারাপ হবে।’ আজ বৃহস্পতিবার দুপুরে গোপালগঞ্জ সদর উপজেলার কাজুলিয়া-শেওড়াবাড়ি-ডোমড়াশুর সড়কে কাজুলিয়া খালে ২ কোটি টাকা ব্যয়ে নবনির্মিত এলজিইডির ৩৩ মিটার আরসিসি গার্ডার সেতুর উদ্বোধনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

দলীয় নেতাকর্মীদের উদ্দেশে বলেন, ৭১ এর পরাজিত শক্তি, ৭৫ এর খুনি, রাজাকার, স্বাধীনতা বিরোধী, যুদ্ধাপরাধী, তালেবান, বিএনপি-জামায়াত এক জোট হয়ে ষড়যন্ত্র করছে। তারা একের পর এক বিশৃঙ্খলা ও নাশকতার চেষ্টা করবে। আপনারা তাদের দাঁত ভাঙা জবাব দেবেন। বাংলাদেশে যাতে আর কোনো দিন সন্ত্রাসী, জঙ্গি ও স্বাধীনতা বিরোধীরা ক্ষমতায় আসতে না পারে সে জন্য আপনাদের সজাগ থাকতে হবে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন