News71.com
 Bangladesh
 16 Mar 17, 06:42 PM
 194           
 0
 16 Mar 17, 06:42 PM

জঙ্গিরা যেখানে তৎপরতা দেখাবে,সেখানেই ধরা পড়বে।। স্বরাষ্ট্রমন্ত্রী 

জঙ্গিরা যেখানে তৎপরতা দেখাবে,সেখানেই ধরা পড়বে।। স্বরাষ্ট্রমন্ত্রী 

 

নিউজ ডেস্কঃ স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, দেশে শতভাগ জঙ্গি নির্মূল করতে না পারলেও তারা এখন পুরোপুরি নিয়ন্ত্রণে। জঙ্গিরা যেখানে তৎপরতা দেখাবে, সেখানেই ধরা পড়বে। আজ দুপুরে সচিবালয়ে নিজ কার্যালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ মন্তব্য করেন।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, চট্টগ্রামের অভিযান সফল হয়েছে। ৪ জঙ্গি মারা গেছে। দেশের ১ ইঞ্চি মাটিও বিদেশি সন্ত্রাসীদের ব্যবহার করতে দেয়া হবে না। সাংবাদিকদের আরেক প্রশ্নের জবাবে মন্ত্রী জানান, বাংলাদেশে আইএসের অস্তিত্ব নেই। তবে প্রবাসী বাংলাদেশিদের মধ্যে কেউ কেউ বিদেশি কোনো সন্ত্রাসী গোষ্ঠীর সঙ্গে যুক্ত হতে পারে। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।

উল্লেখ্য, গতকাল বিকেল থেকে চট্টগ্রামের সীতাকুণ্ডের ১ টি বাড়ি ঘিরে অভিযান চালায় পুলিশের কাউন্টার টেররিজম ইউনিট ও সোয়াট। আজ সকালে সেই অভিযানে ৪  জঙ্গি নিহত হয়। আর এ বিশেষ অভিযানে পুলিশের ২  সদস্যসহ ৩ জন আহত হয়েছেন বলে জানা যায়।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন