News71.com
 Bangladesh
 16 Mar 17, 06:35 PM
 196           
 0
 16 Mar 17, 06:35 PM

রাজধানীতে সাবেক স্বামীর ছুরিকাঘাতে ব্যাংকার স্ত্রী নিহত.......

রাজধানীতে সাবেক স্বামীর ছুরিকাঘাতে ব্যাংকার স্ত্রী নিহত.......

 

নিউজ ডেস্কঃ রাজধানীর ধানমন্ডিতে সাবেক স্বামীর ছুরিকাঘাতে আরিফুন্নেছা আরিফা (২৭) নামে এক যমুনা ব্যাংকের কর্মকর্তা নিহত হয়েছেন। আজ বৃহস্পতিবার সকাল সাড়ে ৮টার দিকে সেন্ট্রাল রোড আইডিয়াল কলেজের সামনে এ ঘটনা ঘটে। নিহত আরিফা জামালপুর সদর উপজেলার আনিসুজ্জামান হেলালের মেয়ে। তিনি ধানমন্ডির সেন্ট্রাল রোড আইডিয়াল কলেজের পাশে ভাড়া থাকতেন। ঢামেক হাসপাতালের জরুরি বিভাগের আবাসিক চিকিৎসক ডা. জেসমিন নাহার বিষয়টি নিশ্চিত করে জানান, ঘাড়ে বড় ধরনের আঘাত পাওয়ার কারণে তার মৃত্যু হয়েছে। লাশ মর্গে রাখা হয়েছে।

নিহতের ভাই আহমেদ আলামিন বুলবুল জানান, ৪ বছর আগে রবিন নামে ১ ছেলের সঙ্গে আরিফার বিয়ে হয়। ৪ মাস আগে তাদের ডিভোর্স হয়। ডিভোর্স হওয়ার পরও রবিন প্রায়ই তাকে বিরক্ত করত। আজ সকালে আরিফা তার কর্মস্থলে যাওয়ার জন্য বের হন। আইডিয়াল কলেজের সামনে পৌঁছালে রবিন তাকে ছুরিকাঘাত করে পালিয়ে যায়। পরে আহত অবস্থায় তাকে ধানমন্ডি সেন্ট্রাল হাসপাতালে নেওয়া হয়। কিন্তু অবস্থার অবনতি হলে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে গেলে দুপুর পৌনে ১২টার দিকে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন