News71.com
 Bangladesh
 16 Mar 17, 06:35 PM
 175           
 0
 16 Mar 17, 06:35 PM

আওয়ামীলীগের সাবেক এমপি ডা: ইকবালের স্ত্রী-সন্তানদের জামিন মঞ্জুর।।  

আওয়ামীলীগের সাবেক এমপি ডা: ইকবালের স্ত্রী-সন্তানদের জামিন মঞ্জুর।।     

 

নিউজ ডেস্কঃ আওয়ামী লীগের সাবেক এমপি ডা. এইচবিএম ইকবালের স্ত্রী ও ৩ সন্তানকে ৬ মাসের জামিন দিয়েছে হাইকোর্ট। আজ বৃহস্পতিবার বিচারপতি ওবায়দুল হাসান ও বিচারপতি কৃঞ্চা দেবনাথের ডিভিশন বেঞ্চ তাদের জামিন মঞ্জুর করে আদেশ দেন। বিগত সেনা সমর্থিত তত্ত্বাবধায়ক সরকারের আমলে অবৈধ সম্পদ অর্জনের মামলায় ডা. এইচবিএম ইকবালকে ১৩ বছরের দণ্ড দেয় বিশেষ জজ আদালত। অবৈধ সম্পদ অর্জনে সহযোগিতার অভিযোগে তার স্ত্রী মমতাজ বেগম,২ ছেলে মোহাম্মদ ইমরান ইকবাল ও মঈন ইকবাল এবং মেয়ে নওরীন ইকবালকে ৩ বছর করে দণ্ড এবং ১  লাখ টাকা করে অর্থদণ্ড দেয় আদালত। আপিল বিভাগের নির্দেশনা অনুসারে গত ৮ মার্চ নিম্ন আদালতে আত্নসমর্পন করেন তারা।

আদালত জামিন না মঞ্জুর করে তাদেরকে কারাগারে পাঠায়। সাজার ওই রায়ের বিরুদ্ধে হাইকোর্টে আপিল করেন। আপিল দায়েরে ৩ হাজার ২২৪ দিন বিলম্ব হয়েছে উল্লেখ করে তা মার্জনার দরখাস্ত দেয়া হয়। পাশাপাশি জামিনও চাওয়া হয়।হাইকোর্টে বিলম্ব মার্জনার দরখাস্তের আবেদনের ওপর শুনানি অনুষ্ঠিত হয়। শুনানিতে আবেদনকারী পক্ষে অ্যাডভোকেট আব্দুল বাসেত মজুমদার ও দুদকের পক্ষে খুরশীদ আলম খান শুনানি করেন। শুনানি শেষে হাইকোর্ট দরখাস্ত মঞ্জুর করে। আইনজীবীরা জানান, এখন যে কোন দিন আপিল শুনানির জন্য হাইকোর্টের কার্যতালিকায় আসতে পারে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন