
নিউজ ডেস্ক : রাজধানীর কড়াইল বস্তিতে অগ্নিকান্ডের ঘটনায় ক্ষতিগ্রস্তদের যথাসম্ভব সহায়তার আশ্বাস দিয়েছেন ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) মেয়র আনিসুল হক। ভয়াবহ অগ্নিকান্ডে পুড়ে যাওয়া বস্তিটি পরিদর্শনে বৃহস্পতিবার (১৬ মার্চ) সকাল ১০ টায় ঘটনাস্থলে আসেন মেয়র। এ সময় তিনি বস্তিটি ঘুরে দেখেন। শেষে উপস্থিত সাংবাদিকদের মেয়র বলেন, বস্তিতে অগ্নিকান্ডের ঘটনায় ক্ষতিগ্রস্তদের যথাসম্ভব সহায়তা দেওয়া হবে।
বুধবার (১৫ মার্চ) দিবাগত রাত ২ টা ৫০ মিনিটে কড়াইল বস্তির বউবাজারের বড় মসজিদ সংলগ্ন দোতলা একটি বাসায় আগুনের সূত্রপাত। ফায়াস সার্ভিসের ১৮ টি ইউনিটের কর্মীদের পাঁচ ঘণ্টার চেষ্টায় মধ্যরাতে লাগা ভয়াবহ এ আগুন নিয়ন্ত্রণে আসে বৃহস্পতিবার (১৬ মার্চ) সকাল পৌনে ৮ টায়।