
নিউজ ডেস্কঃ যে পরিবারের সবাই আয়কর দেবে সেই পরিবারকে করবাহাদুর পরিবার ঘোষনা দেয়ার দাবির সাথে একমত পোষন করেছেন জাতীয় রাজস্ব বোর্ড চেয়ারম্যান মো. নজিবুর রহমান। তিনি করদাতাদের আশ্বস্ত করে বলেন, আপনাদের এই দাবির প্রস্তাবকে বিবেচনায় নিলাম। আর আগামী ১ জুলাই থেকে ভ্যাট আইন বাস্তবায়ন হবে।
বাগেরহাটের জেলা পরিষদ মিলনায়তনে গতকাল বুধবার ২০১৭-১৮ প্রাক-বাজেট আলোচনায় স্থানীয় করদাতা ও ব্যবসায়ীদের প্রস্তাবে তিনি এই আশ্বাস দেন। এসময় বক্তব্য রাখেন সংসদ সদস্য মো. মোজাম্মেল হোসেন, তালুকদার আবদুল খালেক ও মীর শওকাত আলী বাদশাসহ স্থানীয় ব্যবসায়ী নেতারা।
এনবিআর চেয়ারম্যান বলেন, খুলনা বিভাগ দেশের সর্বোচ্চ কর প্রদানকারী বিভাগ। এনবিআরের রাজস্বের একটা বড় অংশ আসে খুলনা থেকে। তিনি বলেন, সরকার মংলায় বিশেষ অর্থনৈতিক অঞ্চল করার পদক্ষেপ বাস্তবায়ন কার্যকর করতে যাচ্ছে। সারাদেশে ১০০টি বিশেষ অঞ্চল করার সিদ্ধান্ত হয়েছে। তিনি বলেন, ভ্যাট আইন বাস্তবায়ন হলে রাজস্ব আদায়ে গতি আসবে। পদ্মাসেতু হচ্ছে করের টাকায়।