News71.com
 Bangladesh
 16 Mar 17, 06:16 PM
 201           
 0
 16 Mar 17, 06:16 PM

পাথর কোয়ারিতে আবারও ২ শ্রমিকের মর্মান্তিক মৃত্যু ঘটল জাফলং এ

পাথর কোয়ারিতে আবারও ২ শ্রমিকের মর্মান্তিক মৃত্যু ঘটল জাফলং এ

নিউজ ডেস্কঃ ১ মাসের ব্যবধানে আবারও জাফলংয়ের পাথর কোয়ারিতে বোমা মেশিনের গর্তে পাথর চাপায় ২ শ্রমিক নিহত ও ২ জন আহত হওয়ার ঘটনা  ঘটেছে।  আজ বৃহস্পতিবার সকাল ৭টায় ডাউকি নদীর তীরবর্তী জাফলংয়ের ইউপি সদস্য আতাউর রহমান আতাই মিয়ার ভাই মাতাই মিয়ার পাথর কোয়ারিতে এ ঘটনা ঘটে। নিহতরা হলেন- সিলেট সদর উপজেলার টুকেরবাজার এলাকার মেখই মিয়ার ছেলে  আকরাম হোসেন (৩৫) ও একই এলাকার আব্দুল হানিফের ছেলে লেছু মিয়া (২৫)। এ ঘটনায় আরও ২ শ্রমিক আহত হয়েছেন। স্থানীয়রা জানান, ভোরবেলা মাতাই মিয়ার কোয়ারিতে গর্তে পাথর উত্তোলনকালে পাথর চাপায় শ্রমিক আকরাম ও লেছু মিয়া নিহত হন। আহত ২ জনকে উদ্ধার করে পাশ্ববর্তী জৈন্তাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হাসপাতালে ভর্তি করা হয়েছে।

গোয়ানঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দেলোয়ার হোসেন আমাদেরকে বলেন, চোরাইভাবে পাথর উত্তোলন করতে গিয়ে ৪ শ্রমিকের ২ জন নিহত হয়েছেন। খবর  পেয়ে পুলিশ নিয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তাসহ তিনি ঘটনাস্থলে রওনা হয়েছেন বলেও জানান ওসি। এর আগে গত জানুয়ারি ও ফেব্রুয়ারি মাসে পাথর কোয়ারি ধসের ৪ টি ঘটনায় নিহত হন মোট ১১ জন শ্রমিক। এর মধ্যে ১৯ ফেব্রুয়ারি জাফলংয়ের সংগ্রামপুঞ্জি পাথর কোয়ারি ধসে কামরুজ্জামান ও তাজ উদ্দিন নামে ২ শ্রমিক নিহত হন। ১১ ফেব্রুয়ারি বিকেলে শাহ আরেফিন টিলার উত্তরটিলায় পাথর কোয়ারি ধসে নিহত হন আনিছ (৪৫) নামে ১  শ্রমিক। আহত হন আরও ৩ জন।

গত ৯ ফেব্রুয়ারি উপজেলার বিছনাকান্দিতে পাথর উত্তোলনকালে কোয়ারি ধসে ৩  শ্রমিক নিহত হন। তারা হলেন- সুনামগঞ্জ সদরের গুলেরগাঁওয়ের জাকির হোসেন (২০) ও তোলা মিয়া (২৫) এবং নেত্রকোনার খালিয়াজুড়ি এলাকার পরিমল (৩২)। পরে তাদের মরদেহ গুমের চেষ্টা করেন পাথর কোয়ারির মালিকরা। এছাড়া ২৩ জানুয়ারি সকালে কোম্পানিগঞ্জের আরফিন টিলার আঞ্জু মিয়ার কোয়ারিতে পাথর উত্তোলনে গর্তে নামেন ১৩ শ্রমিক। তাদের মধ্যে ৫ জনের মরদেহ উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় কোয়ারি মালিক আঞ্জুসহ ২০ জনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন