News71.com
 Bangladesh
 16 Mar 17, 06:15 PM
 200           
 0
 16 Mar 17, 06:15 PM

নীলফামারীতে রোলারচাপায় যুবক নিহত....

নীলফামারীতে রোলারচাপায় যুবক নিহত....

 

নিউজ ডেস্কঃ নীলফামারী সদর উপজেলার তরুণীবাড়ী এলাকায় রোড রোলারের চাপায় জামির উদ্দিন (২৬) নামে ১ যুবক নিহত হয়েছেন। বুধবার রাতে নীলফামারী- ডোমার সড়কে এ দুর্ঘটনা ঘটে। নিহত জামির ঠাকুরগাঁওয়ের রুহিয়া উপজেলার খারগাঁও গ্রামের আব্দুল কাদেরের ছেলে।

প্রত্যক্ষদর্শীরা জানান, রাতে জামির ট্রাক্টরে করে তরুণীবাড়ী এলাকা অতিক্রম করছিলেন। এসময় ট্রাক্টরটি রাস্তার পাশে থাকা রোড রোলারকে (রাস্তা মেরামতে ব্যবহৃত যন্ত্র) ধাক্কা দিল রোলারটি চলতে শুরু করে। আর জামির ট্রাক্টর থেকে রাস্তায় পড়ে যান। একপর্যায়ে জামির ওই রোলারের নিচে চাপা পড়লে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন