
নিউজ ডেস্ক : মাদক, সন্ত্রাস ও জঙ্গিবিরোধী সমাবেশে প্রধান অতিথি হিসেবে যোগ দিতে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল এক দিনের সরকারি সফরে যশোরে যাচ্ছেন আজ বৃহস্পতিবার (১৬ মার্চ)। সফর সূচী অনুযায়ী, বিকেলে যশোর জিলা স্কুল মাঠে আয়োজিত বিভিন্ন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন তিনি। তারপর বিকেল সোয়া ৩ টায় একইস্থানে মাদক, সন্ত্রাস ও জঙ্গিবিরোধী সমাবেশে প্রধান অতিথির বক্তব্য প্রদান রাখবেন। সন্ধ্যায় বিমানযোগে ঢাকার উদ্দেশ্যে রওনা হবেন তিনি।
যশোরের পুলিশ সুপার (এসপি) আনিসুর রহমান জানান, স্বরাষ্ট্রমন্ত্রী বৃহস্পতিবার বিকেল ৩ টায় জিলা স্কুল মাঠে আয়োজিত যশোর পৌরসভার মুক্তিযোদ্ধাদের কর মওকুফ, যশোর পৌরসভার সিসিটিভি ক্যামেরা উদ্বোধন এবং হ্যালো যশোর পুলিশ অ্যাপস উদ্বোধন করবেন। তারপর বিকেল সোয়া ৩ টায় একইস্থানে মাদক, সন্ত্রাস ও জঙ্গিবিরোধী সমাবেশে প্রধান অতিথির বক্তব্য প্রদান শেষ করে সন্ধ্যায় যশোর ছাড়বেন।