News71.com
 Bangladesh
 16 Mar 17, 01:16 PM
 204           
 0
 16 Mar 17, 01:16 PM

রাজশাহী উকিল বারের নির্বাচন চলছে

রাজশাহী উকিল বারের নির্বাচন চলছে

নিউজ ডেস্ক : রাজশাহী উকিল বার সমিতির বার্ষিক নির্বাচন বৃহস্পতিবার (১৬ মার্চ) সকাল ৯ ভোট গ্রহনের মধ্যে দিয়ে শুরু হয়েছে। সকাল ৯ টা থেকে বিকেল ৫ টা পর্যন্ত নির্বাচনের ভোটগ্রহণ হবে। তবে নামাজ ও খাবারের জন্য দুপুর ১ টা থেকে ২ টা পর্যন্ত ভোটগ্রহণ বন্ধ থাকবে। রাজশাহী উকিল বার সমিতির নির্বাচন কমিশনার এবিএম মশিউজ্জামান জানান, এবারের নির্বাচনে দুটি প্যানেলসহ ৪৬ জন প্রার্থী প্রতিদ্বন্দিতা করছেন। দুটি প্যানেলে ৪২ জনের পাশাপাশি স্বতন্ত্র আরও ৪ জন প্রার্থী প্রতিদ্বন্দিতা করছেন। প্যানেল দুটি হচ্ছে আওয়ামী লীগের সম্মিলিত আইনজীবী সমন্বয় পরিষদের লোকমান আলী-একরামুল হক এবং জাতীয়তাবাদী আইনজীবী ঐক্য পরিষদ মোজাম্মেল হক-আফতাবুর রহমান প্যানেল।

নির্বাচন কমিশনার আরও জানান, এবার ২১ টি পদে নির্বাচন অনুষ্ঠিত হবে। এর মধ্যে সভাপতি পদে ১ জন, সহ-সভাপতি-৩ জন, সাধারণ সম্পাদক-১ জন, যুগ্ম-সাধারণ সম্পাদক-২ জন, হিসাব সম্পাদক-১ জন, লাইব্রেরি সম্পাদক-১ জন, সম্পাদক অডিট-১ জন, সম্পাদক প্রেস অ্যান্ড ইনফরমেশন-১ জন, সম্পাদক ম্যাগাজিন অ্যান্ড কালচার-১ জন এবং সদস্য পদে ৯ জন রয়েছেন। এবারের নির্বাচনে রাজশাহীতে কর্মরত মোট ৫শ’ ৫৪ ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন। ভোটগ্রহণ শেষে রাতে ফল ঘোষণা হবে বলেও জানান তিনি।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন