
নিউজ ডেস্কঃ রাজধানীর গুলিস্তান জিরো পয়েন্টে ১টি বাসের ধাক্কায় ১টি পিকআপ ভ্যান উল্টে ১০ জন গুরুতরভাবে আহত হয়েছেন। তাদের উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে পাঠানো হয়েছে।
শাহবাগ থানার উপ-পরিদর্শক (এসআই) ভোজন বিশ্বাস বিষয়টি নিশ্চিত করেছেন। ঘটনাস্থল থেকে তিনি জানান, ১টি বাস বেপরোয়াভাবে এসে পিকআপটিকে পেছন থেকে ধাক্কা দিলে পিকআপটি উল্টে যায়।
প্রত্যক্ষদর্শীর বরাত দিয়ে এসআই ভোজন বিশ্বাস জানান, কেউ বলছে এনা পরিবহনের বাস, কেউ বলছে হানিফের বাস। আমরা বিষয়টি যাচাই-বাছাই করছি। পুলিশ ৬জনের কথা বললেও ঢামেকের জরুরি বিভাগের আহতাবস্থায় পিকআপের ১০ জন যাত্রী চিকিৎসা নিতে এসেছেন।
আহতরা জানান, সিরাজগঞ্জ জেলায় একটি মেলার উদ্দেশে রাজধানীর শনির আখড়া থেকে পিকআপটি ভাড়া করে মালামাল নিয়ে যাচ্ছিলেন তারা। হঠাৎ পেছন থেকে একটি বাস তাদের ধাক্কা দিয়ে চলে যায়।