
নিউজ ডেস্ক : এবছরের ১ জুলাই থেকে নতুন ভ্যাট আইন কার্যকর করা হবে বলে জানিয়েছেন অর্থ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ড. আব্দুর রাজ্জাক। আজ বুধবার (১৫ মার্চ) জাতীয় সংসদ ভবনের মিডিয়া সেন্টারে সংসদীয় কমিটির বৈঠক শেষে সংবাদ সম্মেলনে এ কথা জানান তিনি। এ সময় কমিটি সদস্য মো. ফরহাদ হোসেন উপস্থিত ছিলেন।
ড. আব্দুর রাজ্জাক বলেন, ‘রাজস্ব আয় বাড়াতে সরকার ২০১২ সালে ভ্যাট আইন করে। কিন্তু দুঃখজনক হলেও সত্য যে, আজ পর্যন্ত এই আইন বাস্তবায়ন করা যায়নি। প্রতিবছর বাজেট আসলেই অর্থমন্ত্রী এই আইনের দু-একটি অংশ তুলে ধরে বলেন, ১ জুলাই থেকে কার্যকর করা হবে। কিন্তু আজ পর্যন্ত তা আর হয়নি। আর ব্যবসায়ী প্রতিনিধিরাও এই আইনের প্রচন্ড বিরোধিতা করে আসছেন। তাদের উদ্দেশ্যে বলতে চাই, নতুন ভ্যাট আইনেই ভ্যাট দিতে হবে। তবে তার আগে কিছু সংশোধনী আনা হবে।’ তিনি আরো বলেন, ‘নতুন ভ্যাট আইন করার পর ব্যবসায়ী মহল থেকে দাবি করা হয়েছিল, ৩০ লাখ পর্যন্ত আয়কে ভ্যাট থেকে অব্যাহতি দিতে হবে; আবার কেউ বলেছিলেন, ৫০ লাখ পর্যন্ত। পরে সিদ্ধান্ত হয়েছিল, ৩০ লাখ টাকা পর্যন্ত আয় ভ্যাটমুক্ত থাকবে। এবারও ব্যবসায়ীরা সেই দাবি করছেন।’
ড. আব্দুর রাজ্জাক বলেন, ‘আমাদের রাজস্ব ও জাতীয আয়ের গড় শুধু দক্ষিণ এশিয়ার মধ্যে নয়, সারা বিশ্বে সর্বনিম্ন। নেপালে রাজস্ব ও জাতীয় আয়ের গড় ১৪-১৫ ভাগের কাছাকাছি। আর ভারতে ১৭-১৮ ভাগের কাছাকাছি। আমাদের ছিল ৭ ভাগের কাছাকাছি। বর্তমান সরকার ১১ ভাগের কাছাকাছি নিয়ে আসছে। তারপরও তা বিশ্বে সর্বনিম্ন। তাই রাজস্ব আয় বাড়াতে ভ্যাট আইন কার্যকর করা হবে।’
কমিটি সভাপতি ড. আব্দুর রাজ্জাকের সভাপতিত্বে কমিটি সদস্য অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত, প্রতিমন্ত্রী এম এ মান্নান, ফরহাদ হোসেন, মোস্তাফিজুর রহমান চৌধুরী এবং আখতার জাহান বৈঠকে অংশ নেন। এ ছাড়া ওই বৈঠকে এফবিসিসিআই, এমসিসিআই, ঢাকা চেম্বার অব কমার্স, বাংলাদেশ দোকান মালিক সমিতি, ঢাকা দোকান মালিক সমিতি, প্লাস্টিক শিল্প প্রতিষ্ঠানের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।